মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে ধলেশ্বরী নদীর তীরে ১৬ কোটি টাকার শহর রক্ষা বাঁধ ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ও এডিবির অর্থায়নে নির্মাণাধীন ৪০৭ মিটার দৈর্ঘ্যের ওই বাঁধের আরসিসি ফ্লাড ওয়াল ও প্রটেকটিভ ওয়াল নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই অভিযোগ ওঠে। স্থানীয়রা ওই অনিয়মের মাধ্যমে শহর রক্ষা ও বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাইলিংয়ের কাজে মরা ও নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ করেছেন। এদিকে বাঁধের পাইলিংয়ের কাজ করার জন্য ঠিকাদার কমপক্ষে ৫০ লাখ টাকার মরা ও নিম্নমানের পাথরের স্তূপ করেছেন। অন্যদিকে এডিবির কনসালট্যান্ট প্রকৌশলী মোঃ কামাল বক্স স্তূপ করা পাথর সরিয়ে নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়েছেন। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান_ হাসান অ্যান্ড ব্রাদার্স প্যাকেজ-৭ এবং মেসার্স সুলতান প্যাকেজ-৮ নম্বর ওই কাজ করছে।
স্থানীয় পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, এলাকাবাসী ওই বাঁধ নির্মাণে মরা পাথরের ব্যবহার মেনে নেবে না। তারা ক্ষুব্ধ হয়ে উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।
[ad#co-1]
Leave a Reply