মুন্সীগঞ্জে সুনি্নসম্মেলন অনুষ্ঠিত

আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীর প্রতিষ্ঠাতা সৈয়দ মইনুদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেছেন, ইসলামের সূচনায়ই মুনাফিক চক্রের জন্ম হয়েছে। ওই মুনাফিকরা এখনও সক্রিয়। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস উস্কে দিচ্ছে ওই মুনাফিক চক্র। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় গত বুধবার রাতে কারবালা দিবস স্মরণে জেলা আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারী আয়োজিত সুনি্ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন মাওলানা শাহ সূফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ, আলল্গামা জালালুদ্দিন চৌধুরী, মাওলানা আবদুর রহমান আল-কাদরী প্রমুখ।

Leave a Reply