ভাগ্যকূল খাল গ্রাস করছেন আওয়ামী লীগ নেতা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শত বছরের পুরনো ভাগ্যকূল খালটি আওয়ামী লীগ নেতা মনির হোসেন মিটুল ও তার বাহিনী ভরাট করে দখলে নিচ্ছেন। ভাগ্যকূল হরেন্দ্রলাল হাইস্কুলের পাশে খালের জায়গা ভরাট করা হচ্ছে স্কুলের মাঠ বড় করার কথা বলে। স্কুলের মাঠের পাশাপাশি ওই ভরাটকৃত জায়গায় তিনি মার্কেট নির্মাণ করবেন বলে এলাকাবাসী অভিযোগ করেছে। মাসখানেক ধরে অবৈধভাবে সরকারি এ খাল ভরাটের কাজ চললেও প্রশাসন নিশ্চুপ।

জানা গেছে, মনির হোসেন মিটুল ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাগ্যকূল হরেন্দ্রলাল হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি দলীয় ক্ষমতাবলে এ খাল ভরাট করছেন। খালের দৈর্ঘ্য সাড়ে ৬০০ ফুট এবং চওড়ায় ৩০ ফুট। পদ্মা নদী থেকে আধা কিলোমিটার ভেতরে ওয়াপদা অফিস এ খালের পাড়ে অবস্থিত। এদিকে এ খালের পশ্চিম পাশে রয়েছে বেড়িবাঁধ। বিদ্যালয়ের মাঠ বড় করতে হলে এ বাঁধও কাটতে হবে। এ বিষয়ে ওয়াপদার অনুমতি নেয়া হয়নি। এ ব্যাপারে মনির হোসেন মিটুল জানান, পানিসম্পদ প্রতিমন্ত্রী রমেশচন্দ্র শীলের মৌখিক অনুমতি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ খালটি ভরাট করছে।

[ad#co-1]

Leave a Reply