মুন্সীগঞ্জে শহররক্ষা বাঁধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ব্যয় হবে ১৩৪ কোটি টাকা
কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: ধলেশ্বরী নদীর তীরে মিরেশ্বর এলাকায় গতকাল মুন্সীগঞ্জ শহররক্ষা বাঁধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী এ ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। ১৩৪ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ও এডিবির অর্থায়নে ৪০৭ মিটার দৈর্ঘ্যরে এই শহররক্ষা বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মিত হচ্ছে। ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী শুনীল বরুন দেব রায়, জেলা প্রশাসক মো. মোশাররফ হোসেন, প্রকল্প পরিচালক সাইদুর রহমান, পৌর মেয়র অ্যাড. মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ।

সূত্র জানায়, সেকেন্ডারি টার্মস ইন্টিগ্রেটেড প্রটেকশন প্রজেক্ট তথা স্টিপ-টু-এর আওতায় ধলেশ্বরী নদীর ডান তীরে ওই বাঁধ নির্মাণ কাজ চলছে। ওই প্রজেক্টের প্যাকেজ-৭ ও প্যাকেজ-৮ অনুযায়ী ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধ নির্মাণের কাজ করছেন। এরমধ্যে হাসান অ্যান্ড ব্রাদার্স প্যাকেজ-৭ এবং মেসার্স সুলতান প্যাকেজ-৮ নম্বর কাজ করছেন।

[ad#co-1]

Leave a Reply