মুন্সীগঞ্জে এক ঝালমুড়ি বিক্রেতা খুন

জান্নাতুল ফেরদোসৗ , মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর গ্রামের একটি স্কুল মাঠে কালাচাঁন(৩০) নামে এক ফেরিওয়ালার লাশ পাওয়া গেছে। অনেক খোঁজাখুজির পর শনিবার রাতে তার মরদেহ মালির পাথর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাওয়া যায়। স্থানীয় আওয়ামী লীগ কর্মী আহসানুল( ৩০), মাসুদ(৩২), জসিম(৪০) ও আল-আমিন(৩১) ঘটনার দিন সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করে বলে অভিযোগ করে নিহতের পরিবার। এ ব্যাপারে গতকাল রোববার সকালে সদর থানায় নিহতের বাবা মোহাম্মদ হোসেন(৭০) চার জনকে আসামী করে মামলা করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মালির পাথর গ্রামের কালাচাঁন ঝালমুড়ি ফেরি করে বিক্রি করতো। প্রতিদিনের মত ঝালমুড়ি বিক্রি করতে ঘর থেকে বের হবার সময় শনিবার সকাল ৬টার দিকে স্থানীয় আওয়ামী লীগ কর্মী আহসানুল( ৩০), মাসুদ(৩২), জসিম(৪০) ও আল-আমিন(৩১) ডেকে নিয়ে যায়। বিকেলে বাড়ি ফিরতে না দেখে খোঁজাখুজি শুরু হয়। পরে রাতে তার লাশ মালির পাথর প্রাথমিক স্কুলের মাঠে পাওয়া যায়। নিহত কালচাঁনের দুটি কন্যা শিশু রয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। গতকাল রোববার নিহতের লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

[ad#co-1]

Leave a Reply