অনেক পরিকল্পনার চূড়ান্তরূপ ওয়ান ইলেভেন

নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি সাপ্তাহিকে মোখলেছুর রহমান চৌধুরীর লেখা প্রতিবেদন
সৈয়দ মাহমুদ জামান: ২০০৭ সালের ১১ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ইয়াজউদ্দিন আহম্মেদের উপদেষ্টা হিসেবে থাকায় সেদিন বঙ্গভবনের ঘটনাসহ অনেক ঘটনাই আমার প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে। সেই তারিখে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সেনাপ্রধানকে বঙ্গভবনে তলব করেননি। লে. জেনারেল মইন রাষ্ট্রপতির অনুমতি পাওয়ার আগেই বাকি দুই বাহিনী প্রধানকে নিয়ে বঙ্গভনের গেটে হাজির হন এবং পিজিআর কর্তৃক বাধাপ্রাপ্ত হন। রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আমিনুল করিমের সহযোগিতায় বঙ্গভবনে প্রবেশ করে এমএসপির রুমে আসন গ্রহণ করেন। এসএসএফ কর্মকর্তার মাধ্যমে স্যান্ডউইচের নামে তিনটি অস্ত্র সরবরাহ করা হয়। রাষ্ট্রপতিকে ভয় দেখানোর জন্য জেনারেল মইনের অস্ত্র দৃশ্যমান ছিল। সেনাপ্রধান মইন ড. ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দেশে জরুরি আইন জারির আদেশে সই করতে বলেন। রাষ্ট্রপতির ভাষণ, জরুরি অবস্থা জারির কাগজপত্র এবং প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতির পদত্যাগপত্র সেনাপ্রধান ও তার সহযোগীরা তৈরি করে নিয়ে এসেছিলেন। ঘণ্টাখানেক পরে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসুদ মইনের সঙ্গে যোগ দেন। মইন ও তার সহযোগীদের সম্মিলিত চাপের মুখে রাষ্ট্রপতি কাগজপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও অনেকগুলো সাদা কাগজে রাষ্ট্রপতির স্বাক্ষর নেয়া হয় যার মাধ্যমে পরে নানা অবৈধ কাজ হাসিল করা হয়।

২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি নয়, বরং মার্শাল ল’ জারির চেষ্টা হয়েছিল। কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সেদিন মার্শাল ল’বিরোধী অবস্থান নিলে জেনারেল মইনের মার্শাল ল’ জারির চেষ্টা ব্যর্থ হয়। জেনারেল মইন অবশ্য তার লেখায় স্বীকার করে নিয়েছেন, তাদের সামনে তখন তিনটি অপশন ছিল। প্রথম অপশন ২২ জানুয়ারি নির্বাচন করতে সহযোগিতা করা, দ্বিতীয় বিকল্প মার্শাল ল’ জারি এবং তৃতীয় বিকল্প জরুরি অবস্থা জারি করা। ১/১১’র ঘটনা ঘটানেরা পরিকল্পনা অনেক আগে থেকেই নেয়া হয়েছিল। একাধিকবার আশঙ্কার কথা ব্যক্ত করে দুই নেত্রীকে এক সঙ্গে বসাতে চেয়েছিলাম। খালেদা জিয়া বসতে রাজি হলেও শেখ হাসিনা চাননি।

ড. কামাল হোসেন, বি. চৌধুরী এবং কর্নেল অলি আহমদ দীর্ঘদিন থার্ড ফোর্সকে ক্ষমতায় বসানোর জন্য নানান প্রচারণা ও ইন্ধন দিয়ে যাচ্ছিলেন। ১১ জানুয়ারির তিনদিন আগে একটি মাধ্যম থেকে লিখিতভাবে জানানো হয়েছিল, দেশে সামরিক শাসন আসছে। শেখ হাসিনা জানতেন ১২ জানুয়ারির মধ্যে মার্শাল ল’ হবে। খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান গ্রেফতার হবেন, মইনুল রোডের বাসভবন তছনছ হবে। আমি তাকে বলেছিলাম আপনাকেও একইভাবে গ্রেফতার করা হবে। কিন্তু শেখ হাসিনা তা বিশ্বাস করতে চাননি। বলা হয়েছিল নির্বাচন ছাড়াই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করা হবে। বেগম খালেদা জিয়াকেও সামরিক শাসনের আশঙ্কার কথা জানিয়েছিলাম। তিনি বিশ্বাস করতে চাননি। বিএনপি সরকারের শেষদিকে যে অরাজকতা শুরু হয়েছিল তার নেপথ্যে ছিলেন সেনাপ্রধান মইন ও গোয়েন্দা সংস্থা। লগি-বৈঠা তাণ্ডবের পেছনে তারাই ইন্ধন দিয়েছিলেন।

বাংলাদেশে কর্মরত জাতিসংঘের সমন্বয়কারী রেনাটা লক ডেসালিয়েন জাতিসংঘ মহাসচিবের বিবৃতিকে পরিবর্তন করে জেনারেল মইনের হাতে তুলে দেন, যা ষড়যন্ত্র বাস্তবায়নের মূল চাবিকাঠি হিসেবে ব্যবহার করা হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. ইফতেখার আহমদ চৌধুরী এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া আরো কয়েকজন বিদেশি কূটনীতিককে মইন তার পক্ষে কাজে লাগিয়েছেন।

[ad#co-1]

Leave a Reply