তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে মুন্সীগঞ্জে। শহরের হাই স্কুল মাঠের এই মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা নানা প্রযুক্তির পসরা সাজিয়েছে। সর্বমোট ২৬ স্টলে এসব প্রযুক্তি দেখতে কৌতূহলী মানুষের ভিড় নেমেছে। বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে বিকাল ৫টা এই মেলা চলবে। মেলায় প্রযুক্তির পাশাপাশি ডিজিটাল প্রশাসন এবং নানা রকমের সফ্ট ওয়্যার নিয়ে ব্যতিক্রম একটি স্টল করেছে আকাশ কম্পিউটার ইন্সটিটিউশন ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। জাতীয় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন মেলার আয়োজন করেছে। কমিটির আহ্বায়ক এডিএম হাসানুল ইসলাম জানান, মানুষকে বিজ্ঞানমনস্ক করে তুলতে বিজ্ঞান ভিত্তিক ভিডিও ফুটেজ প্রদর্শন করা হচ্ছে। ‘প্রযুক্তির উন্নয়নই ডিজিটাল বাংলাদেশ গড়ার একমাত্র পথ’ বিষয়ে চলছে ১৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা। মেলার উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী এমপি।
এই উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী,মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান, অধ্যক্ষ মেজর ইয়ার মো. মোরশেদ আলম, মেয়র মোহাম্মদ হোসেন রেনু, ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেসা নাজমা প্রমুখ। মেলার পর্যবেক্ষক ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ রুমী জানান, বিজ্ঞান মনস্কের পাশাপশি প্রযুক্তির সাথে নতুন প্রজন্মকে পরিচিত করাই মেলার উদ্দেশ্য। এনডিসি সগীর হোসেন জানান,সরকারের দিনবদলের গঠনমূলক পরিবর্তনের বিকাশ ছাড়াও জগত বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্রের মুন্সীগঞ্জ-বিক্রমপুরকে আলোকিত করতে এই মেলা যুগান্তকারী ভূমিকা রাখবে।
[ad#co-1]
Leave a Reply