রিয়াজুল বাশার: মুন্সীগঞ্জ থেকে ফিরে::
আর কয়েকদিন পরই বাপ-দাদার ভিটে ছেড়ে অন্য স্থানে বসত গড়তে হবে পদ্মা পাড়ের বাদল হোসেনকে। তাতে আপত্তি নেই তার, দেশের কল্যাণে ত্যাগ স্বীকারে রাজি তিনি। তারপরও পূর্বপুরুষের বাড়ি ছাড়তে মন কেমন কেমন যেন করে পঞ্চাশোর্ধ বাদলের ।
দেশের সবচেয়ে বড় নির্মাণকাজ পদ্মা বহুমুখী সেতু বাস্তবায়নের জন্য যে ৪ হাজার পরিবারকে বাড়ি-ঘর সরিয়ে সরকার নির্ধারিত নতুন জায়গায় বসত গড়তে হবে তাদেরই একজন বাদল।
মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের পাশেই মেদিনীমণ্ডল গ্রামে বাদলের বাড়ির ওপর দিয়েই যাবে বহু প্রতীক্ষিত সেতু। জমি অধিগ্রহণের কথা এলাকাবাসীকে জানিয়ে দিয়েছে সরকার।
বাদল শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত চার-পাঁচ বছর ধরেই শুনছি এই জায়গায় ব্রিজ হবে। এবার মনে হয় সত্যিই হবে। আমাদের জমি নেওয়া হবে বলে নোটিশ দিয়েছে।”
গৃহস্থ বাদল সংসার চালান হাঁস-মুরগি-গরু-বাছুর পালন করে। বসত ভিটায় শাক-সবজিরও চাষ হয়। নতুন ভিটেয় আবার নতুন করে শুরু করতে হবে সব।
“ব্রিজ হলে নাকি দক্ষিণবঙ্গের মানুষের উপকার হবে। তাই অন্য জায়গায় যেতে আপত্তি নেই। তবে বছরের পর বছর যেখানে বাস তা ছাড়তে মন সরে না”, বলেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে পদ্মা সেতু বাস্তবায়নের একটা সাজ সাজ রব পড়ে গেছে। জমি কেনা-বেচা, নতুন বাড়ি বানানো এ নিয়ে আবুল কাশেম, সোলায়মান হোসেনদের কৌতূহলের শেষ নেই। জমির দাম এ গ্রামে কত কম, ও গ্রামে কত বেশি- তা নিয়ে চলছে নিরন্তর আলোচনা।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ইতিমধ্যে জানিয়েছেন, ফেব্র”য়ারি মাসের মধ্যেই সেতু নির্মাণের দরপত্র ডাকা হবে। এ সেতু চালু হলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ১ দশমিক ২ শতাংশ বাড়বে বলে মনে করেন তিনি।
মেদিনীমণ্ডলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য পাশের তিনটি গ্রাম কুমারভোগ, যশোলদিয়া ও কান্দিপাড়াতে জমি অধিগ্রহণের কাজ চলছে।
সেতু বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলায় পদ্মার দুই পাড়ে এক হাজার হেক্টর জমি অধিগ্রহণ করবে সরকার। তবে দাতাগোষ্ঠীর পরামর্শ মেনে সবার আগে ভিটে-মাটি হারানোদের পুনর্বাসনের কাজ করতে হবে।
সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (পদ্মা সেতু পুনর্বাসন প্রকল্প) কাজী মো. ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেতু করার জন্য পদ্মার দুই পাড়ে সাড়ে তিন থেকে চার হাজার পরিবারকে অন্যত্র সরিয়ে নিতে হবে। এদের জন্য জমি কেনা শুরু হয়েছে।”
পুনর্বাসনের জন্য পদ্মার দুই পাড়ে কাজ করছে এমন একটি এনজিও ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)।
এর একজন কর্মকর্তা জানালেন, বসত ভিটা হারানোদের জন্য এ পাড়ে মুন্সীগঞ্জে ৭২ একর এবং ওপাড়ে শরীয়তপুর ও মাদারীপুরে ৯৩ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে।
ফেরদৌস বলেন, “আগামী জুনের মধ্যে আমাদের জমি অধিগ্রহণের কাজ শেষ হবে। এরপর বসতি সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই এ কাজ শেষ হয়ে যাবে।”
পাশাপাশি প্রায় ৮ হাজার লোকের কাছ থেকে এক হাজার হেক্টর জমি অধিগ্রহণের কাজ চলবে এবং একই সময়ের মধ্যে কাজ শেষ হবে বলেও আশাবাদী তিনি।
চলতি বছরের সেপ্টেম্বরে কাজ ধরে ২০১৩ সালে পদ্মা সেতুর কাজ শেষ করতে চায় সরকার। তাই ফেব্র”য়ারিতেই দরপত্র।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এবং ২৩ দশমিক ৬ মিটার প্রস্থের এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৪০ কোটি ডলার।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, সেতু নির্মাণে বিশ্বব্যাংক ১২০ কোটি, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেবে ৫৫ কোটি, জাপান ইন্টারন্যাশনাল ব্যাংক অব কো-অপারেশন (জেবিআইসি) ৩০ কোটি ডলার দেবে। ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) দেবে ১২ কোটি ডলার। আর আবুধাবি ডেভেলপমেন্ট ফান্ড (আবুধাবি ফান্ড) দেবে ৩ কোটি ১০ লাখ ডলার।
বাকি অর্থ স্থানীয়ভাবে বন্ড ছেড়ে বা অন্য কোনোভাবে সংস্থান করবে সরকার।
[ad#co-1]
Leave a Reply