মুন্সীগঞ্জ পৌরসভাধীন উত্তর ইসলামপুর গ্রামে এক প্রভাবশালী ব্যক্তির অন্যের বাড়ির মধ্য দিয়ে জোরপূর্বক রাস্তা নেয়ার পাঁয়তারা এবং পুলিশকে ব্যবহার করে গত ৬ দিন ধরে গ্রামবাসীকে হয়রানি করার প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী শুক্রবার দুপুরে থানা ঘেরাও করেছে। পরে ওসি শহীদুল ইসলাম তাদের কোর্টে গিয়ে সমস্যা সমাধানের এবং পুলিশি হয়রানি না করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা থানা ত্যাগ করে। গ্রামবাসী জানায়, উত্তর ইসলামপুর গ্রামের মোঃ বাদল মিয়ার
বাড়ির মধ্য দিয়ে প্রভাবশালী সামসুজ্জামান চুন্নু ও সেতু ইসলাম জোরপূর্বক নিজেদের ক্রয়কৃত প্লটের জন্য রাস্তা নিতে হুমকি-ধামকি এবং তার বাড়িতে ঘর তুলতে বাধা দেয়। বামিয়ার পক্ষাবলম্বন করায় পুলিশ দিয়ে বাদল মিয়াসহ গ্রামবাসীকে হয়রানি করছে। এতে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে ওঠে এবং এর প্রতিবাদে রাস্তায় মিছিল করে। মিছিল শেষে তারা থানা ঘেরাও করে।
[ad#co-1]
Leave a Reply