জান্নাতুল ফেরদোসৗ ,মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমসুরা গ্রামে বুধবার রাত সাড়ে ১১টার দিকে আলু লুণ্ঠনের ঘটনা ঘটেছে। কৃষক মো. শাফাজউদ্দিনরে ২০ শতাংশ পরিমাণ জমি থেকে প্রায় ৫০ মণ আলু তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাণ ভয়ে তিনি লুণ্ঠনকারীদের নাম বলতে অপারগতা প্রকাশ করেন সাংবাদিকদের কাছে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সদর থানায় তিনি একটি সাধারণ ডাইরি করেছেন।
কৃষক মো. শাফাজউদ্দিন ভয়ার্ত কণ্ঠে বলেন, ৮০ শতাংশ জমিতে আলু চাষ করা হয়। সপ্তাহ খানেক পরে আলু তুলতাম। কিন্তু বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই জমির ২০ শতাংশ পরিমান জায়গা থেকে প্রায় ৫০ মণ আলু তুলে নিয়ে যায় লুন্ঠনকারীরা। কিছু বলা বা বাধা দেওয়ার কোন ক্ষমতা আমার ছিল না। নাম জানলেও বলা সম্ভব নয়। মামলাও করতে পারছি না। এ ধরণের ঘটনা আগে কোনদিন ঘটেছে বলে আমি শুনিনি।
[ad#co-1]
Leave a Reply