লৌহজং কাজির পাগলা এ টি ইনস্টিটিউশনে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

প্রাক্তন ছাত্র অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের স্মৃতি বিজড়িত মুন্সীগঞ্জ-বিক্রমপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাজির পাগলা এ টি ইনস্টিটিউশনে শুক্রবার বসেছিল নবীন আর প্রবীণ ছাত্রছাত্রীদের মিলনমেলা। দিনব্যাপী এই বিদ্যালয়ের খ্যাতিমান ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিদ্যালয় এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ। জেলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পেশার মানুষও উপস্থিত হয় এই আনন্দ উপভোগ করতে। স্কুলের প্রাক্তন ছাত্র সমিতির সন্মেলন উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফের ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোঃ ইউসুফ আলী ভূইয়া, বিজেএমসির মহাপরিচালক হারুন-আর-রশীদ চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি আ. রাজ্জাক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবুল বাশার, ভারট্যাক্স গ্রুপের কর্ণধার ওসমান গনি তালুকদার, আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ এমএম এনামুল হক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আ. ওয়াদুদ খান, সমাজসেবক আতাউর রহমান মৃধা খোকন, ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, গ্রুপ ক্যাপটেন (অব.) কে এম নজিব, বিশিষ্ট চিকিৎসক ডা. করিম আহমেদসহ দেশের অনেক খ্যাতিমান ব্যক্তিই এখানে সমবেত হয়েছিলেন। দীর্ঘদিন দেখা হয়নি এমন বন্ধুদের দেখতে পেয়ে অনেকেই আনন্দে আত্দহারা হয়েছেন। জড়িয়ে ধরে বুকে বুক মিলিয়েছেন। একত্রিত হয়ে ফিরে পেয়েছেন স্কুল জীবনের অনেক স্মৃতি।

[ad#co-1]

Leave a Reply