কাজিরপাগলা একে ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র সমিতির নানা অনুষ্ঠান

শতাব্দীপ্রাচীন লৌহজংয়ের কাজিরপাগলা একে ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র সমিতি নানা আয়োজনে শুক্রবার দিনভর মুখরিত ছিল বিদ্যালয় এলাকা। বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলায় পুরনো স্মৃতিতে ফিরে যান অনেকই।

বিদ্যালয় প্রাঙ্গণে সকালে সংবর্ধনা দেয়া হয় প্রাক্তন ছাত্র এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদারকে। অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ আবুল বাশার। তিন পর্বের আয়োজনের দুপুরের পর্বে স্মৃতিচারণ এবং প্রাক্তন ছাত্র সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সুকুমার রঞ্জন ঘোষ এমপি। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওসমান গনি তালুকদার।

[ad#co-1]

Leave a Reply