মুন্সীগঞ্জে গুণীজন সম্মাননা প্রদান

কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: অগ্রসর বিক্রমপুর মুন্সীগঞ্জ কেন্দ্রের উদ্যোগে গতকাল কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনজন গুণী ব্যক্তি, শ্রেষ্ঠ মাসহ ১৫০ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। অগ্রসর বিক্রমপুর মুন্সীগঞ্জ কেন্দ্রর সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ও আ’লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন, বিশিষ্ট নৃত্যশিল্পী ও নাট্যাভিনেত্রী লায়লা হাসান, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন প্রমুখ। গুণীজন হিসেবে সম্মানিত হয়েছেন দক্ষিণ কেওয়ার সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান, কে.কে. গভ. ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক ফজলুল হক, আইসিডিডিআরবির গবেষক ড. দীনেশ চন্দ্র মণ্ডল ও মেধাবী ছাত্র আরমান শেখের মা। গুণীজনদের উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়।

[ad#co-1]

Leave a Reply