সোনিয়া হাবিব লাবনী, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে সাত হাজার এবং গতবারের চেয়ে এক হাজার হেক্টর বেশি জমিতে গোল আলু রোপণ করেছেন কৃষকরা। হল্যান্ড থেকে আমদানিকৃত নিম্নমানের আলুবীজ ‘ডায়মন্ড ও বিনালা’ রোপণের দেড় মাস পরও চারা না গজানোয় দুশ্চিন্তায় পড়েছেন বীজ ব্যবহারকারী ২৫ শতাংশ কৃষক। গতবারের চেয়ে সারের দাম এবার কম হলেও আলুবীজ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরিসহ খরচ দ্বিগুণ হওয়ায় উৎপাদন ব্যয় অনেক বেশি পড়েছে। ফলে শঙ্কা থেকেই যাচ্ছে কৃষকদের। এ ছাড়া সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে চাষের পরিমাণ বেশি হওয়ায় চাষিরা সরকারি অনেক সুবিধা থেকেও বঞ্চিত হয়েছেন। অন্যদিকে সরকার বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ায় কৃষকরা আলুর কাঙ্ক্ষিত দাম পাবেন না বলে বাড়তি চিন্তায় রয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি রবি মৌসুমে মুন্সীগঞ্জ জেলায় ২৯ হাজার ৯৬০ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু আবাদ হয় ৩৬ হাজার ৬৭০ হেক্টর জমিতে। গত বছর রোপণ করা হয়েছিল ৩৫ হাজার ৫৮৭ হেক্টর জমিতে এবং আলু উৎপাদন হয়েছিল ৯ লাখ ৬২ হাজার মেট্রিক টন। এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৬১০ মেট্রিক টন। রোপণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও উৎপাদনের লক্ষ্যমাত্রায় পেঁৗছতে পারবেন কি না তা নিয়ে আশঙ্কা রয়েছে কৃষকদের। তবে বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে তা অব্যাহত থাকলে আলুর ফলন এবার আরো ভালো হবে।
প্রতি বছরই সরকারিভাবে মোট আবাদের চেয়ে লক্ষ্যমাত্রা কম নির্ধারণ করা হয়। ফলে কৃষকরা বীজসহ সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হন। এ জেলায় মোট আলুবীজের চাহিদা ৭০ হাজার মেট্রিক টন অথচ সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী বিএডিসি এ বছর বরাদ্দ দিয়েছে মাত্র ১৪ হাজার ৪০ মেট্রিক টন। বাকি আলুবীজ কৃষকরা বেশি দামে কিনতে বাধ্য হয়েছেন। দেশের মোট উৎপাদনের ৩০ থেকে ৪০ শতাংশ আলু মুন্সীগঞ্জ জেলায় উৎপাদন হলেও সে তুলনায় কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না এখানকার কৃষক। এ ব্যাপারে কৃষি কর্মকর্তারা জানান, লক্ষ্যমাত্রা জাতীয়ভাবে নির্ধারণ করা হয়, জেলা পর্যায়ের কর্মকর্তাদের কোনো হাত নেই। কৃষকরা জানান, এবার কম দামে সার পেলেও বীজ নিয়ে চলছে টালবাহানা। কৃষক খোরশেদ আলম ও অলিউল্লাহ জানান, সরকার বিএডিসির আলুবীজ ‘এ’ গ্রেড প্রতি কেজি ৩৮ টাকা ও ‘বি’ গ্রেড ৩৫ টাকা নির্ধারণ করলেও কৃষককে ৭০ থেকে ৭৫ টাকায় কিনতে হয়েছে। এ ছাড়া হল্যান্ড থেকে আমদানিকৃত ডায়মন্ড আলুবীজ কিনতে হচ্ছে প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকায়। উচ্চমূল্যে বীজ ক্রয় এবং বীজ সংকটের বিষয়টি প্রশাসনের নজর কাড়লেও কার্যত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
অন্যদিকে হল্যান্ড থেকে আমদানিকৃত আলুবীজ ‘ডায়মন্ড ও বিনালা’ রোপণ করে মহাবিপাকে পড়েছেন চাষিরা। রোপণের দেড় মাস অতিবাহিত হলেও প্রায় ২৫ শতাংশ জমিতে চারা গজায়নি। কিছু কিছু জমিতে গজালেও তা খুবই দুর্বল হয়েছে বলে জানান চরসৈয়দপুরের আলুচাষি সফিউদ্দিন আহম্মেদ, চরকিশোরগঞ্জের চাষি আ. লতিফ দেওয়ান। মুন্সীগঞ্জ বীজ ডিলার সমিতির সাধারণ সম্পাদক আহাম্মদ উল্লাহ জানান, এ বছর ছয় হাজার মেট্রিক টন বীজ আমদানি করা হয়। কয়েক দফায় ডায়মন্ড ও বিনালা বীজ কৃষকদের মধ্যে বিক্রি করা হয়, এর মধ্যে প্রথম ও শেষ দফায় বিতরণকৃত বীজ নিম্নমানের পড়েছিল। তিনি বলেন, এ বীজের বাংলাদেশের একমাত্র আমদানিকারক এ আর মালিক। রোপণের দুই মাস আগে এবং বীজের সঙ্গে খাবার আলু মেশানোয় এ সমস্যা দেখা দিয়েছে। এ ব্যাপারে এ আর মালিক কালের কণ্ঠকে জানান, বীজ নির্দিষ্ট সময়ে আমদানি করা হয়েছে এবং আলু বাক্সবন্দী অবস্থায় আসে, খাবার আলু মেশানোর কোনো সুযোগ নেই। আলুবীজ সমিতির সভাপতি মোবারক দেওয়ান জানান, এবার হল্যান্ড থেকেই নিম্নমানের বীজ আলু আমদানি করা হয়েছে। জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এ কে এম আমিনুর রহমান জানান, ডায়মন্ড ও বিনালা বীজ খারাপ পড়েছে এ খবর এখনো আমার কাছে আসেনি। তবে আশা করা যাচ্ছে, এবারো ফলন ভালো হবে।
[ad#co-1]
Leave a Reply