বৃদ্ধা মা শোকে দিশেহারা
কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে মাটি ভর্তি ট্রলার ডুবির ৪ দিন অতিবাহিত হলেও নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। সেই সঙ্গে নিমজ্জিত ট্রলারটি উদ্ধার করা হয়নি। ডুবে যাওয়া স্থানে ট্রলার শনাক্ত করে নিশানা টানিয়ে রাখা হয়েছে। এদিকে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক আলী হোসেনের কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার গ্রামের বাড়িতে শোকের ছায়া বিরাজ করছে। বৃদ্ধা মা ছেলে হারানোর শোকে এখন দিশেহারা। ঘটনার পর থেকে নিখোঁজ শ্রমিকের স্বজনরা মুন্সীগঞ্জ লঞ্চঘাটে অবস্থান নিয়ে প্রতিদিনই ধলেশ্বরী নদী চষে বেড়াচ্ছে। কিন্তু কোথাও কোনো লাশের সন্ধান পায়নি তারা। সরকারি ও বেসরকারিভাবে একাধিক ডুবুরীদল নদীর তলদেশে গিয়ে ডুবে যাওয়া ট্রলার খুঁজে পেলেও তার ভেতরে নিখোঁজ শ্রমিকের লাশ নেই বলে তারা জানিয়েছে। ঘটনার দিন লাশ উদ্ধার করা হয়েছে স্বীকার করলেও পরে পুলিশ তা অস্বীকার করেছে।
সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গত বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাইক্কারচর থেকে মাটি নিয়ে বক্তাবলী যাওয়ার পথে ধলেশ্বরী নদীতে পৌঁছলে লঞ্চের ঢেউয়ের তোড়ে মাটি ভর্তি ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১২ শ্রমিকের মধ্যে ১১ জন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও আলী হোসেন নিখোঁজ হন।
[ad#co-1]
Leave a Reply