পরিতোষ হালদার :
নিজস্ব ভ্রমণ কথাকে কলমের মনন ছোঁয়ায় যে সাহিত্য পদবাচ্য করে তোলা যায় তার উজ্জল দৃষ্টান্ত রাবেয়া খাতুন(১৯৩৫) এর ভ্রমণকাহিনী। উপন্যাস, ছোটগল্প শিশু সাহিত্য, গবেষনা, স্বৃতিকথার পাশাপশি তিনি আলাদা শিল্পে দাড় করিয়েছেন তাঁর ভ্রমণ বৃত্তান্ত যা পাঠককে না দেখা দেশের জীবন-নিসর্গ-ইতিহাস-ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয় অনায়াসে, যেন পাঠক তাঁর সহযাত্রী। রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ মুসতবা আলী-এর মত ভ্রমণ কাহিনীকার হিসাবে রাবেয়া খাতুনের নামও উঠে আসবে ভবিষ্যতে কারণ পূর্বসূরীদের মত তিনিও ভ্রমণ করতে করতে শুধু সৌন্দর্য দেখেননি প্রবেশ করেছেন সুন্দরের গভীরে- বিশ্লেষনে। মিশিয়েছেন নিজের ও নিজের দেশের অভিজ্ঞতার মোহন অভিঘাত।
বাংলাদেশের কথা সাহিত্যের ইতিহাসে একটি উজ্জল নাম রাবেয়া খাতুন। ৪০ এর দশকের শেষ থেকে যার যাত্রা শুরু এবং যিনি আজ অব্দি সফলতার সাথে কথার বুননে সৃষ্টি করে চলছেন তাঁর সাহিত্য। তাঁর উপন্যাস-ছোটগল্পে মানুষকে কেন্দ্রে রেখে আবর্তিত হয়েছে আখ্যান বা কাহিনী এবং পরিশেষে জীবন যন্ত্রনা-ব্যর্থতা-আনন্দের ভেতর থেকে জয়লাভ করেছে মানবতা। একজন সচেতন মানুষ হিসাবে রাবেয়া খাতুন প্রত্যক্ষ করেছেন তাঁর সময়ের ঘটনাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আকাল, হিন্দু-মুসলিম দাঙ্গা, কংগ্রেস-মুসলিম লীগের রাজনীতি, দেশভাগ, মোহাজের সমস্যা-সংকট, ৫২ এর ভাষা আন্দলন, ৭১ এর মুক্তিযুদ্ধ। এসব ঘটনার বিশ্লেষণ-সংকট-অভিঘাত তাঁর লেখাকে ঋদ্ধ করেছে। তিনি বাংলাদেশের সমাজ সংস্কৃতিকে আশ্রয় করে মানুষের জীবনকেই অংকিত করেছেন। মধ্যবিত্ত মানুষের টানাপড়েন, তাদের উপরে উঠার চেষ্টা, শ্রেণী বৈষম্য ও সংঘাত তাঁর উপজোব্য। মধুমতি (১৯৬৩) অনন্ত অন্বেষা (১৯৬৭), মন এক শ্বেত কপোতী (১৯৬৭), সাহেব বাজার (১৯৬৯), ফেরারী সূর্য (১৯৭৪), অনেক জনের একজন (১৯৭৫), জীবনের আর এক নাম (১৯৭৬), দিবস রজনী (১৯৭১), নীল নিশীথ (১৯৮৩), বায়ান্ন গলির এক গলি (১৯৮৪), মোহর আলী (১৯৮৫), হানিফের ঘোড়া ও নীল পাহাড়ের কাছাকাছি (১৯৮৫), সেই এক বসন্তে (১৯৮৬) প্রভৃতি উপন্যাস গ্রন্থ এবং আমার এগারটি গল্প (১৯৮৬), মুক্তিযোদ্ধার স্ত্রী (১৯৮৬), সুমন ও মিঠুর গল্প (১৯৭৮), লাল সবুজ পাথরের মানুষ (১৯৮১), তিতুমীরের বাঁশের কেল্লা (১৯৮৪) প্রভৃতি ছোটগল্প গ্রন্থে এ সত্য ফুটে উঠেছে। তাঁর স্মৃতিকথা ‘একাত্তরের নয় মাস’ গ্রন্থে মুক্তিযুদ্ধের নয় মাসের নিজস্ব স্বৃতি, বাঙালির আশা আকাংখাকে নিপুন ভাবে লিপিবদ্ধ করেছেন। অন্য আরেকটি গ্রন্থ ‘স্বপ্নের শহর ঢাকা’-তে তাঁর শৈশব-কৈশোর-যৌবনের স্মৃতি ও পুরারো ঢাকাসহ সমগ্র ঢাকাকে তিনি শৈল্পিক বর্ণনা করেছেন। এছাড়াও তাঁর তিনটি গবেষনা গ্রন্থ- ‘জীবন ও সাহিত্য’, ‘পাবনা মানসিক হাসপাতাল’, ‘স্মৃতির জ্যোতির্ময় আলোকে যাদের দেখেছি’ এবং কয়েকটি শিশুতোষ গ্রন্থ (উপন্যাস, ছোটগল্প) আছে।
দেশ ভ্রমণ রাবেয়া খাতুনের নেশা। এই নেশার বশবর্তী হয়ে ঘুরেছেন পৃথিবীর বিভিন্ন দেশ আর এই ভ্রমণকে বইয়ের পৃষ্ঠায় চিরকালিন করার জন্য লিখেছেন ভ্রমণ বৃত্তান্ত। এ যাবত তাঁর ১২টির মত ভ্রমণকাহিনী বিভিন্ন সময়ে গ্রস্থ আকারে প্রকাশিত হয়েছে। তার ভেতর ৮টি ১. কুমারী মাটির দেশ অস্ট্রেলিয়া, ২. মমি উপত্যকা, ৩. এবার আফ্রিকায়, ৪. রূপ নগরী দুবাই, ৫. কিছু দিনের কানাডা, ৬. চেরি ফোটার দিনে জাপানে, ৭. টেমস থেকে নায়াগ্রা, ৮. হে বিদেশী ভোর সন্নিবেশিত হয়ে বেরিয়েছে ভ্রমন সমগ্র- ১ (২০০৭)। এ ছাড়া তাঁর আরও ৪টি ভ্রমণ কাহিনী আছে যেমন- ৯. মোহময়ী ব্যাংকক, ১০. হিমালয় থেকে আরব সাগরে, ১১. ভূ-স্বর্গ সুইজারল্যান্ড, ১২. চমক নগরী হংকং।
‘কুমারী মাটির দেশ অস্ট্রেলিয়া’ ভ্রমনকাহিনীটি রাবেয়া খাতুনের সাবলীল ভাষার বর্ণনায় পাঠকের চিত্তকে গভীর ভাবে টেনে নেয়। সেখানের ইতিহাস-ঐতিহ্যের বর্ণনা লেখক অভিজ্ঞার মিশালে জীবন্ত হয়ে ওঠে। প্রবাসি বাঙালির জীবন চিত্র, সমকালিন রাজনীতি বর্ণনার ফাঁকে ফাঁকে ভ্রমণ কাহিনীকে গতিশীল করে দেয়। প্রকৃতি-পরিবেশ-আবহাওয়ার বিচিত্রতা চিহ্নিত হয়ে থাকে ভাষা শৈল্পিক বুননে। এভাবে কুমারী মাটির দেশ অস্ট্রেলিয়া পাঠকের যেন চেনা হয়ে যায়। ‘মমি উপত্যকা’ ভ্রমণকাহিনীটি রাবেয়া খাতুনের একটি তাৎপর্যপূর্ণ বৃত্তান্ত। নীল নদের ছোঁয়ায় সজীব প্রাচীন ঐতিহ্যের মমি উপত্যকা, সেখানে ভ্রমণ এবং তার বর্ণনায় লেখক কেবল ফিরে গেছে অনুভূতির অতলান্তে। হাজার হাজার বছরের ইতিহাস কী সাবলীল বর্ণনায় উঠে আসে। উঠে আসে মহাবীর আলেকজেন্ডারের মিসর আক্রমনের পটভূমি। পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা সুর্দশন আলেকজেন্ডার গ্রীসের জন্য আদর্শ হলেও মিসরসহ অন্য দেশের জন্য ছিল আতংক। লেখক মিসরের রাজপথে ঘুরেছেন। সে দেশের মিথ, প্রতœকাহিনী, ফারও, পিরামিট সবকিছু তিনি যেন প্রত্যক্ষ করেছেন তাঁর অনুভূতির স্নিগ্ধতা দিয়ে আর কেবল পৌছে গেছেন প্রাচীন ইতিহাসে- প্রাগ ইতিহাসেও। ‘এবার আফ্রিকা’ নামক ভ্রমণকাহিনীতে আফ্রিকার নানান কাহিনী আর দেখাকে বর্ণনা করেছেন কুশলতায়। ‘রূপনগরী দুবাই’ এ দুবাই শহরের সৌন্দর্য আর মোহময়তা লেখনির ছটায় যেন ছড়িয়ে যায় পাঠকের মনে।
মেপল গাছে ঠাসা দেশ কানাডায় ভ্রমণ কালে দেখেছেন সেখানকার সৌন্দর্য্য, খুঁজেছেন ইতিহাস, মিশেছেন প্রবাসী বাঙালিদের সাথে। এসবের বিবরণ নিপুন ভাবে তুলে ধরেছেন তাঁর ভ্রমণ কাহিনী ‘কিছুদিনের কানাডা’ গ্রন্থে। লেখক চেরি ফোটার দিনে সুর্যোদয়ের দেশ জাপান ভ্রমণ করেছেন। জাপানের ইতিহাস-ঐতিহ্য-সাহিত্য-রাজনীতি প্রাসাঙ্গিক বর্ণিত হয়েছে ভ্রমণ গ্রন্থ ‘চেরি ফোটা দিনের জাপানে’। রাজাদের ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের গুরুত্ব পূর্ণ নগর হিরোসিমা নাগাসাকিতে আমেরিকার বোমা বিস্ফোরণ এবং তার প্রতিক্রিয়া এসব তিনি তুলে ধরেছেন ভ্রমণ বর্ণনায় বাড়তি পাওনা হিসেবে। এসেছে জাপানের প্রাচীন কবিতা ১৭ অক্ষরে (সিলেবল) এর হাইকু। লেখক নিপুন ভাবে ফুটিয়ে তুলেছেন প্রবাসী বাঙালিদের জীবন যাত্রা। এসব কিছু মিলে কাহিনীটি শুধু উপভোগ্য নয় হয়ে উঠেছে জাপানকে জানার একটি গুরুত্বপুর্ণ গ্রন্থেও। ‘টেমস থেকে নায়াগ্রা’ এই ভ্রমণকাহিনী টেমস নদী থেকে নায়াগ্রা জলপ্রপাত এই জল পথের দুপাশে শহর-মানুষ-প্রকৃতি থেকে লেখকের চোখে ধরে পড়া অজস্র চিত্র, চিত্রের অন্তভূমি বর্ণিত হয়েছে সাবলিল ভঙ্গিতে। তাঁর দেখা যেন কাগজের পটভূমিতে ছবি হয়ে গেছে। লেখকের ভাষায়- ‘সবুজ উপত্যকা, পার্বত্য নদী। তার ওপর নীল রঙ্গের ঝুলন্ত ব্রিজ। চারিদিকে আমাজান মার্কা বিশাল বিশাল গাছপালা। আঙ্গুরের লতার মতো ব্লুবেরির ঝোপ। আঙ্গুরের মতো দেখতে ঝাউবন, পাখির কিচিরমিচির। সেতুর ওপারে রঙ করা কাঠের সুদৃশ্য কোঠাঘর, সুইমিং পুল। পুরো এলাকা সাগরে গমগম করে স্নান বিলাসীদের দিনভর উচ্ছ্বাসে, অব সিজনে পাখির ডাক ছাড়া দ্বিতীয় শব্দ নেই।’ লন্ডল থেকে মস্কো ভ্রমণের অভিজ্ঞতা বর্ণিত হয়েছে ‘হে বিদেশী ভোর’ গ্রন্থে। এই সব দেশের ইতিহাস-সাহিত্যসহ যাবতীয় বিবরণ পাঠে পাঠক জেনে যায় সভ্যতার দিকটিও। রবীন্দ্রনাথের রাশিয়া দেখার অভিজ্ঞতাকে মাথায় রেখে লেখক রাবেয়া খাতুন নতুন করে পর্যবেক্ষকের দৃষ্টিতে দেখেছে রাশিয়াকে। সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবার পর রবীন্দ্রনাথ রাশিয়া ভ্রমন করিয়াছেন আর রাশিয়ার সমাজতন্ত্রের ভঙ্গুর দশা দেখেছেন রাবেয়া খাতুন। গর্ভাচভের পেরেস্ত্রৈকা সব হিসেব নিকেশ উলটপালট করে দিল। এই গ্রন্থে প্রবাসি বাঙ্গালিদের সাহিত্য চর্চা-সাংবাদিকতাসহ জীবন যাত্রাকেও অংকিত করেছেন তিনি। কথাশিল্পী রাবেয়া খাতুন ‘মোহময়ী ব্যাংকক’ ভ্রমণ কাহিনীতে ব্যাংককের সৌন্দর্য, যৌলুস-শিহরণকে লিপিবদ্ধ করেছেন। ‘ হিমালয় থেকে আরব সাগর’ এ বর্ণিত হয়েছে প্রকৃতি সহ পথের শৈল্পিক বর্ণনা। ‘ভূ-স্বর্গ সুইজারল্যান্ড’ এ লেখক বর্ণনা করেছেন ঐ দেশের ভূ-প্রকৃতি, জীবন, সুন্দরতা। এই ভূ-স্বর্গ তাঁর লেখনির ছোঁয়ায় আরও বর্ণময় হয়ে উঠেছে। চমক নগরী হংকং (২০০৭) ভ্রমণ গ্রন্থে হংকং এর যাবতীয় বিষয়কে তুলে ধরেছেন সুচারু রূপে। এই নগরীর ডিজনিল্যান্ড, মিকি মাউস, নাইট ক্লাব এসব বর্ণিত হয়েছে। এই জনপদে মানুষের সুখ-দুঃখ-হতাশা, জীবন সংগ্রামও তিনি গভীর পর্যবেক্ষনে তুলে এনেছেন কথার শিল্পে।
কথাশিল্পী রাবেয়া খাতুন তাঁর ভ্রমণকে শুধু দর্শকের নয় দর্শনের দৃষ্টিতে দেখেছেন। তাঁর দেখা, দেখার বাইরের গভীর থেকেও তুলে আনে অনেক বিষয়-আসয়। সংশ্লিষ্ট দেশের জীবন সংগ্রাম-ইতিহাস-সাহিত্য-ঐতিহ্য ভ্রমণ গ্রন্থকে নিয়ে যায় ভিন্ন এক মাত্রায়। রাবেয়া খাতুন মুলত উপন্যাসিক-গল্পকার। সেখানে তিনি অভিজ্ঞতার সাথে কল্পনার কোন কাহিনীকে বাস্তবসম্মত করে তোলেন। কিন্তু ভ্রমণ কাহিনীতে বাস্তবের দেখাকে অনুভূতির রঙ লাগিয়ে করে তোলেন সংবেদনশীলও। এভাবে একজন ভ্রমণ কাহিনীকার হিসাবে রাবেয়া খাতুন স্বার্থক। ফলে তাঁর ভ্রমণকাহিনী হয়ে যায় উন্নতমানের সাহিত্যও। তাঁর নিজের কথায়- ‘ভ্রমণ আমার অন্যতম প্রধান হবি। এটি আমার কলমে ভ্রমণকাহিনী হিসাবে ধরা দেয়। যে কোনো দেশের ইতিহাস, ভুগোল, বর্তমান, স্থানীয় ও প্রবাসীজনদের সঙ্গে প্রাকৃতিক নিসর্গের বিবরণ সবকিছু মিলিয়ে স্বাদে তা উপন্যাসের মতোই উপভোগ্য হয়ে উঠে সম্ভবত।’
[ad#co-1]
Leave a Reply