ট্রলার ডুবির ৫ দিন পর ধলেশ্বরী নদীতে নিখোজঁ শ্রমিকের লাশ ভেসে উঠেছে

জান্নাতুল ফেরদোসৗ ,মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে মাটি ভর্তি ট্রলার ডুবির ৫ দিনপর গতকাল রোববার নিখোঁজ শ্রমিক আলী হোসেনের লাশ ভেসে ওঠেছে। খবর পেয়ে মুন্সীগঞ্জ পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তবে নিমজ্জিত ট্রলারটি উদ্ধার করা হয়নি।

নিহত শ্রমিকের স্বজন মাঈনুদ্দিন জানান, ধলেশ্বরী ও শীতলক্ষা নদীর মোহনায় যে স্থানে ট্রলারটি ডুবেছে। ওই স্থান থেকেই গতকাল বিকেলে আলী হোসেনের লাশ ভেসে ওঠে। এদিকে লাশ উদ্ধারের খবরে শ্রমিক আলী হোসেনের কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার গ্রামের বাড়িতে কান্নার রোল পড়েছে। বৃদ্ধা মা ছেলে হারানোর শোকে এখন দিশেহারা ও স্ত্রী এখন বাকরুদ্ধ হয়ে পড়েছে।

সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গত ১৩ জানুয়ারী নারায়নগঞ্জের সোনারগাওঁ উপজেলার কাইক্কারচর থেকে মাটি নিয়ে বক্তাবলী যাওয়ার পথে ধলেশ্বরী নদীতে পৌছলে লঞ্চের ঢেউয়ের তোড়ে মাটি ভর্তি ট্রলার ডুবিতে শ্রমিক আলী হোসেন নিখোজঁ হয়েছিলেন।

[ad#co-1]

Leave a Reply