শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী

এনায়েত রসুল
আমাদের শিশুসাহিত্যের ভাণ্ডারকে ভরে তোলার জন্য এবং সাহিত্যের এ বিভাগটিকে একটি পরিপূর্ণ চেহারা দেওয়ার জন্য যেসব শিশুসাহিত্যিক আজীবন কাজ করে গেছেন মোহাম্মদ নাসির আলী ছিলেন তাদের অন্যতম। ‘লেবু মামার সপ্তকাণ্ড’, ‘বোকা বকাই’, ‘বোবারা সব কালা’, ‘তিমির পেটে কয়েক ঘণ্টা’, ‘সাতপাঁচ গল্প’, ‘সোনার চরকা’, ‘বুমেরাং’, ‘মৃত্যুর সাথে পাঞ্জা’, ‘শাহীদিনের কাহিনী’ আর ‘যোগাযোগ’-এর মতো সুখপাঠ্য বই লিখে মোহাম্মদ নাসির আলী পাঠকদের কাছে শুধু প্রিয় লেখক হিসেবে সম্মান কুড়িয়ে নেননি, বাংলা শিশুসাহিত্যের সম্পদকেও সমৃদ্ধ করেছেন। তিনি জš§গ্রহণ করেছিলেন তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুর পরগণার ধাইদা গ্রামে, ১৯১০ সালের ১০ জানুয়ারি। এ বছরের ১০ জানুয়ারি ছিল স্বনামধন্য এ লেখকের শতজš§বার্ষিকী।

গত শতাব্দীর চল্লিশ দশক থেকে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত ছোটদের জন্য লিখে গেছেন মোহাম্মদ নাসির আলী। তার ভাষা ছিল সহজ সরল। অগণিত মৌলিক লেখার সঙ্গে সঙ্গে বিশ্বসাহিত্যের বিখ্যাত গল্প, জীবনী ও কিশোর ক্ল্যাসিকও সহজ করে অনুবাদ করেছেন তিনি। এ কারণে তার লেখা প্রতিটি বই পাঠকের কাছে সমাদর পেয়েছে, সহজেই পাঠকের মন কেড়ে নিতে সক্ষম হয়েছে। যেসব পাঠক মোহাম্মদ নাসির আলীর লেখা পড়েছেন, তারা চিরজীবন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবেন তাকে সে বিশ্বাস আমাদের রয়েছে।
সৌভাগ্যক্রমে আমি মোহাম্মদ নাসির আলীর দ্বিতীয় পুত্র। তাই শুধু একজন প্রিয় লেখক হিসেবে নয়, পিতা এবং মানুষ হিসেবেও মোহাম্মদ নাসির আলীকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার। ১৯৭৫ সালের ৩০ জানুয়ারি তিনি যখন মারা যান, তখন আমার বয়স বাইশ বছর। সেই বাইশটি বছরের খুব কম দিনই আব্বার কাছ থেকে দূরে থেকেছি আমি। তাই তাকে নিয়ে অগণিত স্মৃতি সঞ্চিত রয়েছে আমার মনের কোণে। তার থেকে কোনও কোনওটি যখন হঠাৎ হঠাৎ মনের পর্দায় ভেসে ওঠে, তখন মনে হয় এক দুর্লভ সম্পদ হারিয়েছি আমরা যা আর ফিরে পাব না।

আমরা যতটুকু দেখেছি, সত্যিকার অর্থেই মোহাম্মদ নাসির আলী ছিলেন একজন পরিচ্ছন্ন মানুষ। তাকে কখনও কিছু নিয়ে অহঙ্কার করে কথা বলতে দেখা যায়নি। ছোটবড় কারও সঙ্গেই উচ্চস্বরে কথা বলেননি। অন্যের সমালোচনা করা ছিল তার অপ্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম। আর অন্যতম পছন্দের ছিল সাধ্যমতো নিজের কাজ নিজে করা। তিনি চাইতেন তার সন্তানরাও তারই মতো আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। এদিকে তীক্ষœ নজরও ছিল তার। আমরা যেন নিজের কাজ নিজেরা করতে শিখি এজন্য আব্বা ছেলেদের মধ্যে বাথরুম ও হাউস ড্রেন পরিষ্কার করা, ঝুলঝাড় পরিষ্কার করা, বাজারে যাওয়া ও ইস্ত্রি করার মতো কাজগুলো বণ্টন করে দিয়েছিলেন। আর মেয়েদের দিয়েছিলেন সবার কাপড় ধোয়া, আলনা-ওয়ারড্রব গোছগাছ করা ও মেহমান এলে তাদের চা-নাশতা পরিবেশন করার দায়িত্ব।

আব্বা খুব নিুস্বরে ভেবেচিন্তে কথা বলতেন। সবার সঙ্গে অন্তরঙ্গভাবে মেলামেশা করতেন। ছোটদের জন্য শুধু লিখতেনই না, ছোটদের অন্তর দিয়ে ভালোও বাসতেন। এক সময় অধুনালুপ্ত দৈনিক আজাদ পত্রিকার ছোটদের পাতা ‘মুকুলের মহফিল’ পরিচালনা করতেন তিনি। সেই সঙ্গে উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন মুকুল ফৌজ, কচিকাঁচার মেলা, খেলাঘরের আসর ও চাঁদের হাটের মতো শিশু-কিশোর সংগঠনের সঙ্গে। ঢাকা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত ছোটদের অনুষ্ঠানেও নিয়মিত অংশগ্রহণ করেছেন তিনি।

ছোটদের উপযোগী করে লেখাকে তার অন্যতম দায়িত্ব মনে করতেন মোহাম্মদ নাসির আলী। এজন্য নিরলস পরিশ্রম করে গেছেন তিনি। চাকরি করতেন সুপ্রিম কোর্টে। সেখান থেকে বের হয়ে সোজা চলে যেতেন তার প্রকাশনা প্রতিষ্ঠান নওরোজ কিতাবিস্থানে। রাত ন’টার সময় বাসায় ফিরে এসে সাততাড়াতাড়ি কিছু খেয়ে লিখতে বসতেন। মাঝরাত পর্যন্ত একটানা লিখতেন তিনি। আর তার ফাঁকে ফাঁকে পড়তেন অন্যদের লেখা। বিশেষ করে বিশ্বসাহিত্যের কিশোর ক্ল্যাসিকগুলো খুবই প্রিয় ছিল তার। এখনও আমাদের বাসায় আলমারিগুলোতে থরে থরে সাজানো রয়েছে আব্বার অতি যতেœ রাখা বইগুলো, যা আমরা অমূল্য সম্পদ হিসেবে সংরক্ষণ করছি।

কত কথা মনে পড়ছে আজ! আব্বা খুব নিঃশব্দে হাঁটাচলা করতেন। আমরা শব্দ করে কথা বলি, রেডিও-টিভির ভলিয়ম বাড়িয়ে দিয়ে অন্যের বিরক্তির কারণ হই, শব্দ করে দরোজা-জানালা খুলি বা বন্ধ করি, আব্বা তা চাইতেন না। খুব ধৈর্য ধরে এগুলোর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে তিনি বুঝিয়েছেন আমাদের। এ মানুষটি ছেলেবেলায় খুব দুরন্ত ছিলেন। একটি ঘটনার কথা আব্বা আর আমার দাদির কাছে শুনেছি, যা মনে পড়লে আজও আমি রোমাঞ্চিত হই। যে শান্তশিষ্ট আব্বাকে আমরা দেখেছি তার সঙ্গে মিল খুঁজতে গিয়ে দিশেহারা হই।

সে আমলে রাখাল ছেলেরা গরু নিয়ে মাঠে যেত আর সময় কাটানোর জন্য বাঁশি বাজাত নয়তো ঘুড়ি ওড়াত। কোনও কোনও ঘুড়ি বানানো হত মোটা কাগজ দিয়ে আর তার আকৃতিও হত অনেক বড়। সেসব ঘুড়ি ওড়ানো হত গুন নামের এক ধরনের শক্ত দড়ি দিয়ে। ঘুড়ি ওড়ার সময় বাতাসের ছোঁয়া পেয়ে কেমন একটা ভোঁ ভোঁ শব্দ হত।
আব্বা তখন চতুর্থ কী পঞ্চম শ্রেণীর ছাত্র। স্কুল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ তিনি দেখতে পান এক রাখাল ছেলে বিরাট একটা ঘুড়ি ওড়াচ্ছে। ভোঁ ভোঁ শব্দ করে আকাশজুড়ে উড়ছে ঘুড়িটা। ব্যাস, যেই না ঘুড়ি দেখা অমনি তার ইচ্ছে হল তিনিও ঘুড়ির মতো আকাশে উড়ে বেড়াবেন।

এ কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে বইপত্র ছুড়ে ফেলে ঘুড়ির গুন ধরে ঝুলে পড়লেন কিশোর নাসির আলী। এ সময় কোথা থেকে এক ঝটকা দমকা হাওয়া আছড়ে পড়ল ঘুড়ির ওপর। অমনি ঢাউস ঘুড়িটি তাকে নিয়ে সাঁই সাঁই করে আকাশে উঠে গেল। আকাশ থেকে মাটির দিকে তাকিয়ে চরম বাস্তবতার মুখোমুখি হলেন কিশোর নাসির আলী। ভয়ে আকাশ-বাতাস কাঁপিয়ে চিৎকার শুরু করলেন। সেই চিৎকার শুনে রাখাল ছেলেটি তার ঘুড়িটা নামিয়ে আনতে চেষ্টা করেও যখন ব্যর্থ হল, তিনি তখন গুন ছেড়ে দিলেন বাঁচার জন্য। আছড়ে পড়লেন এক পুকুর পাড়ে। দাদির কাছে শুনেছি, উপর থেকে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিলেন আমার আব্বা।

মোহাম্মদ নাসির আলী আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার ৫১টি প্রকাশিত বইয়ের মাঝে সাজানো রয়েছে সারাজীবনের অমূল্যধন শিশু-কিশোর উপযোগী তার লেখাগুলো সেই মূল্যবান সৃষ্টিই চিরদিন বাঁচিয়ে রাখবে তাকে।

profile

[ad#co-1]

Leave a Reply