প্রচণ্ড শীতের মধ্যে মুন্সিগঞ্জে কাজ করছি

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক মামুলি একটা মানুষ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। এখানে অভিনয় করেছেন মৌটুসী। গতকাল সোমবার তাঁর সঙ্গে যখন কথা হলো, তখন তিনি ছিলেন মুন্সিগঞ্জে।
মুন্সিগঞ্জে কোনো নাটকের কাজ করছেন?
হ্যাঁ, মামুলি একটা মানুষ ধারাবাহিকের।
নাটকে আপনার বিয়ে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে।
ছোটবেলায় একই পাড়ার সাগরের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। সাগর একটু অন্য ধরনের ছেলে। আমাকে নানাভাবে নির্যাতন করে। এক ঘটনার পর সে নিরুদ্দেশ হয়ে যায়। সবাই ধরেই নিয়েছে, সাগর মারা গেছে। আমার আবার বিয়ে ঠিক হয়েছে সাগরেরই চাচাতো ভাই মেজবাহর সঙ্গে। এদিকে ১৭ বছর পর হঠাত্ একদিন সাগর বাড়ি আসে। এখন সে বদলে যাওয়া এক নতুন মানুষ। এখন আমাদের সম্পর্কে ত্রিমুখী জটিলতা তৈরি হয়েছে।

এখন তো প্রচণ্ড শীত। ওখানে কাজ করতে কেমন লাগছে?

সে আর আলাদা করে কিছু বলার আছে! যেহেতু নাটকটির প্রচার শুরু হয়ে গেছে, তাই পরিচালক এখন টানা শুটিং করছেন। সকালে কুয়াশার মধ্যেই কাজ শুরু হয়ে যায়। চলে সেই রাত ১২টা পর্যন্ত। মাঝে দুপুরের খাবারের জন্য আলাদা করে একটু সময় পাওয়া যায়। কিন্তু গত মাসে যখন কাজ করতে এসেছিলাম, তখন সন্ধ্যার আগেই শুটিং শেষ হতো। এরপর উঠানে সবাই মিলে ব্যাডমিন্টন খেলতাম। এবার কাজের চাপে সঙ্গে ওসব কিছুই আনা হয়নি।

এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে আবু সাইয়িদের ধারাবাহিক নাটক ‘পাশাপাশি’। ওখানেও তো আপনি ছিলেন।

নাটকে আমার বাবা চরিত্রে অভিনয় করেছেন চ্যালেঞ্জার। হঠাত্ তিনি অসুস্থ হওয়ার পর নাটকের ওই অংশটুকু এখন আর হচ্ছে না। শুনেছি, গল্পটা অন্যদিকে ঘোরানো হয়েছে।

[ad#co-1]

Leave a Reply