মুন্সীগঞ্জে গৃহবধূ অপহরন

জান্নাতুল ফেরদোসৗ ,মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ শহরের হাসপাতাল সড়ক থেকে সোমবার রাতে সালমা নামের এক গৃহবধূকে অপহরন করা হয়েছে। ঘটনার পর থেকে গতকাল মঙ্গলবারও বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে অপহ্নত গৃহবধূকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার অপহ্নতের পরিবার থানায় মামলা দায়ের করেছে। এতে ইদ্রিস আলী নামের এক ব্যক্তিকে প্রধান আসামী করা হয়েছে । পুলিশ ধারণা করছে, ইদ্রিস আলীর সঙ্গে অপহ্নত গৃহবধূ সালমার প্রেমের সর্ম্পক থাকতে পারে।

জানা গেছে, খোকন মাঝির স্ত্রী সালমা বেগম তার খালা ঝুনু বেগমের সঙ্গে শহরের ইদ্রাকপুর এলাকার বাড়ি থেকে হাসপাতাল সড়ক হয়ে খালইস্ট এলাকার আতœীয়ের বাড়িতে যাচ্ছিল। এ সময় ইদ্রিস আলী ও তার এক সহযোগী চলন্ত স্কুটার থামিয়ে জোরপূর্বক তুলে নেয়। এ সময় খালা ঝুনু বেগম চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে যাওয়ার আগেই অপহরনকারীরা গৃহবধূকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি মুন্সীগঞ্জ পুলিশকে অবগত করা হলে রাতভর বিভিন্ন স্থানে তল্লাসী চালায়।

গৃহবধূর পরিবার ও পুলিশ জানায়, শহরের খালইষ্ট এলাকার লতিফ দেওয়ানের ছেলে ইদ্রিস আলী ও তার সহযোগীরা গৃহবধূকে অপহরন করেছে।

[ad#co-1]

Leave a Reply