মুন্সীগঞ্জে ছাত্রদলের র‌্যালিতে পুলিশের লাঠিচার্জ

শ্রীনগরে গতকাল মঙ্গলবার সকালে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের র‌্যালিতে পুলিশ লাঠিচার্জ করে। এতে ৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ র‌্যালিটি ছত্রভঙ্গ করে দেয়। একই সময়ে পাশাপাশি আনন্দমিছিল করে শ্রীনগর উপজেলা ছাত্রলীগ। সম্প্রতি শ্রীনগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠনের সফলতা উপলক্ষ্যে ছাত্র সংগঠনটি ওই আনন্দ মিছিল করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ওই র‌্যালি এবং আনন্দমিছিল করাকে কেন্দ্র করে মঙ্গলবার জেলার শ্রীনগরে রাজনৈতিক পরিস্থিতির এই উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়।

Leave a Reply