গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজদিখানে ভুয়া এএসপি গ্রেফতার হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের শাহেদ আহসান পরিচয় দিয়ে সিরাজদিখান উপজেলার নিমতলী থেকে টাকা নেয়ার সময় পুলিশ তাকে আটক করে। সে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের খায়রুল মিয়ার পুত্র মিলন মিয়া (৩৩) বলে জানায় এবং এক মন্ত্রীর ভাগ্নে বলেও পুলিশের কাছে দাবি করছে।
সিরাজদিখান থানার ওসি মতিউর রহমান জানান, সিরাজদিখানের জনৈক হাফেজ মিয়ার সাথে এই প্রতারকের প্রায় ২ মাস আগে পরিচয় ঘটে। সে নিজেকে এএসপি বলে পরিচয় দেয় এবং হেডকোয়ার্টারে তার পোস্টিং বলে জানায়। বুধবার ফোনে হাফেজের কাছে ২০ হাজার টাকা ধার চায়। হাফেজ ৩ হাজার টাকা দিতে রাজি হয়। তিন হাজার টাকা নিতে রাজি হওয়ায় বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হয়। নিমতলী থেকে টাকা নিয়ে যেতে বলে এবং বিষয়টি একজন সাংবাদিককে জানান হাফেজ। সাংবাদিক স্থানীয় সার্কেল এএসপিকে জানালে তিনি কৌশলে এই প্রতারককে আটক করেন।
[ad#co-1]
Leave a Reply