জমি নিয়ে বিরোধের জের
কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: জমি নিয়ে বিরোধের জের ধরে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ৪৫ শতাংশ জমির সরিষা গাছ প্রতিপক্ষের লোকেরা উপড়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার এন্তাজ মিয়া ও তার ছেলে শেখ সাহাবুদ্দিন তাদের নিজস্ব জমিতে এই সরিষা আবাদ করেছিলেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে গজারিয়া থানায় জিডি রুজু করা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা গেছে, নয়াকান্দি গ্রামের এন্তাজ মিয়া ও তার ছেলে দৈনিক ইনকিলাবের গজারিয়া উপজেলা প্রতিনিধি সাহাবুদ্দিনের ওই সরিষা ক্ষেতে সরিষা গাছ প্রায় ৩ ফুট বড় হয়ে উঠেছিল।
গত বৃহস্পতিবার বিকালে হানিফ মিয়া ও বাহাদুল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী গাছগুলো কেটে ফেলে দেয় বলে এন্তাজ মিয়া অভিযোগ করেন।
গজারিয়া থানার ওসি এস এস শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
[ad#co-1]
Leave a Reply