অবৈধ অস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে সজীব নামে এক যুবক। শুক্রবার বিকালে সদর উপজেলার চরাঞ্চলের টরকিতে এ ঘটনা ঘটে। আহত সজীবকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে চরকেরয়ার ইউনিয়নের টরকি গ্রামের কালা চানের ছেলে সজীব (১৮) বাড়ির পাশে একটি মাঠে অবৈধ অস্ত্র নিয়ে নাড়াচাড়া করছিল। হঠাৎ গুলি বের হয়ে সজীবের ডান বুকে বিদ্ধ হয়। তাকে গুরুতর অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সজীব মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পুলিশ এবং ডাক্তারের কাছে জানায়, তাকে একই গ্রামের মনির হোসেনের ছেলে আক্তার গুলি করেছে।
[ad#co-1]
Leave a Reply