শ্রীনগরে সাংসদ সুকুমারকে গণসংবর্ধনা

শ্রীনগর-সিরাজদিখান এলাকা থেকে নির্বাচিত সাংসদ সুকুমার রঞ্জন ঘোষকে শনিবার গণসংবর্ধনা দেয়া হয়েছে। শ্রীনগর স্টেডিয়ামের এই সংবর্ধনায় মানুষের ঢল নামে। শীতের সন্ধ্যার এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সী নারী-পুরম্নষ অংশ নেয়। সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক উপপ্রধানমন্ত্রী এই দু’প্রভাবশালী রাজনীতিককে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধারাশায়ী করে বিপুল ভোটে আওয়ামী লীগের টিকিটে বিজয়ী হওয়ায় এবং সরকারের এক বছরের সফলতায় অবদান রাখায় শ্রীনগর উপজেলা যুবলীগ এই সংবর্ধনার আয়োজন করে। তবে যোগ দেয় সর্বসত্মরের মানুষ। উপজেলা যুবলীগ সভাপতি শেখ মোঃ আলমগীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, সেলিম আহম্মেদ ভূঁইয়া, হেলেনা ইয়াসমিন, তোফাজ্জল হোসেন প্রমুখ। মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ তাঁর নির্বাচনী এলাকাবাসীর উদ্দেশে সংবর্ধনার জবাবে বলেন, আপনারা নৌকা মাকায় ভোট দিয়ে দিন বদলের যে ইচ্ছাকে জাগ্রত করেছেন, তা বাসত্মবায়নে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের এক বছরের সফলতার হিসাব তুলে ধরে বলেন, তা আরও অগ্রগামী করতে প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস। এই জনসমুদ্র দেখে মনে হয় সরকারের জনপ্রিয়তা আরও বেড়েছে।

[ad#co-1]

Leave a Reply