মুন্সীগঞ্জ থেকে উদ্ধার হলো নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার। এ চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া চোর সুমন দেওয়ানের স্বীকারোক্তি অনুযায়ী রবিবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশ মুন্সীগঞ্জ জেলার হাট বালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে আরেক চোর মোহাম্মদ হোসেনের বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে। চুরির ঘটনার পর থেকে মোহাম্মদ হোসেন পলাতক রয়েছে।
নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর দেওভোগের বাড়িতে ছোট ভাই আহমেদ আলী রেজা উজ্জ্বলের ফ্ল্যাটের তালা ভেঙে গত ৩১ ডিসেম্বর দেড় লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে রবিন দেওয়ান নামের এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ চোর রবিন দেওয়ানের স্বীকারোক্তি অনুযায়ী মুন্সীগঞ্জ থেকে সুমন দেওয়ান, সানাউল্লাহ, কালু ও হৃদয়কে গ্রেপ্তার করে।
[ad#co-1]
Leave a Reply