নিয়মবহির্ভূতভাবে মুন্সীগঞ্জ পলস্নী বিদু্যত সমিতির পরিচালক করা হলো বিএনপির ওয়ার্ড সভাপতিকে! এই নিয়ে এখানে সাধারণ গ্রাহকের মধ্যে চরম অসনত্মোষ বিরাজ করছে । মুন্সীগঞ্জ সদর এরিয়া-১ পরিচালক করা হয়েছে শহরের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং নানা কারণে সমালোচিত প্রশানত্ম কুমার ম-ল দুলালকে।
একই েেত্র দু’রকমের বিচার হয়েছে_ এরিয়া-৩ মিরকাদিম এলাকায় গুলজার হোসেন নামের এক গ্রাহক পরিচালক নির্বাচিত হওয়ার প্রাক্কালে ডেসা আমালের পুরনো এক বিলের বকেয়া দেখিয়ে বাতিল করা হয়েছে। তাই এই এরিয়ার পরিচালক ছাড়াই এবার সমিতির বোর্ড ১১ পরিচালক নিয়ে পরিচালিত হবে। গোলজার হোসেন জানান, ডেসার সেই বকেয়াও যথা সময়ে পরিশোধ করেছেন। কিন্তু নির্বাচন কমিশনকে রাজিখ-খুশি না করায় অন্যায়ভাবে তাঁকে বাদ দেয়া হয়েছে। আর অবিশ্বাস্য হলেও সত্য এই সমিতির বর্তমান সভাপতি কাজী মোঃ হেদায়েতুলস্নাহ আহসান এরিয়া-১ পরিচালক ষড়যন্ত্রের কারণে এবার ভোটারই হতে পারেননি। এদিকে ২৮ জানুয়ারি সমিতির বার্ষিক সাধারণ সভা। এই ৩য় বার্ষিক সাধারণ সভায় বোর্ডের সভাপতি নির্বাচন করা হবে। এর আগেই এরিয়া-১ এর পরিচালক নির্বাচন স্থগিত করে নতুন নির্বাচন দাবি করেছেন গ্রাহকরা। ব্যাপরে মুন্সীগঞ্জ পলস্নী বিদু্যত সমিতির জেনারেল ম্যানেজার জিকে মনিরম্নজ্জামান জানান, এটি নির্বাচন কমিটির ব্যাপার, এতে আমার সম্পৃক্ত নেই। এ ব্যাপারে কোন অভিযোগ থাকলে কতর্ৃপ তদনত্ম করে দেখবে। প্রশানত্ম কুমার ম-ল দুলাল বলেন, দলীয় পদ থেকে অবসর নিয়েছি এবং নিয়ম মাফিকই পরিচালক হয়েছি।
পলস্নী বিদু্যত সমিতির নির্বাচন বিধির জ্ঞাতব্য বিজ্ঞপ্তির ‘চার’ অনুচ্ছেদের ‘ঙ’ ধারা অনুযায়ী কোন রাজনীতিবীদ এই নির্বাচনে অযোগ্য। গত বছরের ২৯ সেপ্টেম্বর এই বিজ্ঞপ্তি প্রকাশের ৯০ দিন আগে দল থেকে পদত্যাগ করলে সেেেত্র বিবেচনা করা যেতে পারে নিয়ম রয়েছে বলে সমিতির এক কর্মকর্তা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এই কমকর্তা আরও জানান, প্রশানত্ম কুমার ম-ল দুলাল এই সময়ে দলত্যাগ করেনি। পুলিশের দেয়া রিপোর্টেও সেটি স্পষ্ট। নির্বাচনের ৫ দিন আগে তিনি লোক দেখানো পদত্যাগ করেছেন মাত্র। যা তদনত্মেই পাওয়া যাবে। সদ্য বিলুপ্ত শহর বিএনপির সভাপতি ও বিএনপির প্রভাবশালী নেতা শাজাহান শিকদার সোমবার সন্ধ্যায় জানান, প্রশানত্ম কুমার ম-ল দুলাল এখনও বিএনপি নেতা। তিনি শুধু ওয়ার্ড কমিটিই নয়, নবগঠিত বিএনপির শহর কমিটিরও কর্মকর্তা।
মুন্সীগঞ্জ পলস্নী বিদু্যত সমিতির বর্তমান বোর্ড সভাপতি কাজী মোঃ হেদায়েতুলস্নাহ আহসান জানান, এই নির্বাচন হয়েছে প্রহসনের নির্বাচন।
অভিযোগ উঠেছে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান পলস্নী বিদু্যত বোর্ডের উপপরিচালক নজরম্নল ইসলাম, নির্বাচন কমিটির সদস্য সচিব ও প্রাহক সেবার কর্মকর্তা জাহাঙ্গীর আলম রহস্যজনক কারণে অন্যায়কে প্রশ্রয় দিয়ে সমিতির ভাবমূর্তি মারাত্মকভাবে ুণ্ন করেছেন। সাধারণ গ্রাহকদের প্রশ্ন যদি ভোটারই হওয়ার যোগ্যতা না থাকে তাহলে কাজী মোঃ হেদায়েতুলস্নাহ আহসান কী করে সভাপতি হলেন? হাল নাগাদ তাঁর সকল বিল পরিশোধ রয়েছে। এই সদর এরিয়া-১ পরিচালক নির্বাচনের অনিয়মের বিরম্নদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে এবং এই নির্বাচন বাতিল না করা হলে এখানকার গ্রাহকরা আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে।
[ad#co-1]
Leave a Reply