ধানমন্ডির ২ নম্বর সড়কের ৯ নম্বর বাড়িটি মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের। দীর্ঘদিন ধরে এই বাড়িটির মালিক হওয়া সত্ত্বেও আবদুল হাই বিগত বিএনপির শাসনামলে রাজধানীর অভিজাত এলাকা বনানীতে পাঁচ কাঠার একটি প্লট নিয়েছেন। ২০০৪ সালে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে বনানীর ৩ নম্বর সড়কের ৯ নম্বর প্লটটি দেওয়া হয়।
এভাবে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ৪০ জনেরও বেশি প্রভাবশালী সাংসদ, নেতা ও বিএনপির ঘনিষ্ঠজনেরা বনানীতে বিশেষ বিবেচনায় প্লট পেয়েছিলেন বলে সূত্রগুলো জানায়।
অনুসন্ধানে জানা গেছে, বিএনপির লালবাগ এলাকার সাবেক সাংসদ নাসিরউদ্দীন আহম্মেদ ওরফে পিন্টু ঢাকায় দুটি বাড়ি ও একটি অ্যাপার্টমেন্টের মালিক। বিগত নির্বাচনে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নাসিরউদ্দীন উল্লেখ করেন, তাঁর স্ত্রীর নামেও দুটি বাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট আছে। কিন্তু বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে তিনিও বনানীতে ৩/২ এ সড়কে ১২ নম্বর প্লটটি (পাঁচ কাঠা) নিয়েছেন।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের স্ত্রীর নামে গুলশানে ছয় হাজার বর্গফুটের বিলাসবহুল একটি ফ্ল্যাট আছে। বিগত নির্বাচনে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় বাবর ওই ফ্ল্যাটটির মূল্য নির্ধারণ করে লিখেছেন এক কোটি ১৪ লাখ টাকা। তিনিও বনানীতে পাঁচ কাঠার প্লট নিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলামের স্ত্রীর নামে ঢাকায় একটি ফ্ল্যাট আছে। বিগত সরকারের আমলে হাবিবুল ইসলাম বনানীতে পাঁচ কাঠার একটি প্লট নিয়ে পাঁচতলা বাড়িও করে ফেলেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বরিশালের সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারের নিজের নামে ঢাকায় ফ্ল্যাট আছে তিনটি, আর তাঁর স্ত্রীর নামে আছে দুটি। বিএনপির প্রভাবশালী এই নেতার নামেও বনানীতে আছে পাঁচ কাঠার প্লট।
সূত্রগুলো জানায়, এভাবে বিএনপি-জামায়াত জোট আমলে প্রভাব খাটিয়ে বনানীতে যাঁরা প্লট নিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন: ফজলুর রহমান, রেজাউল করিম, তরিকুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লাহ, মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, ইলিয়াস আলী, নাজিমউদ্দিন আলম, মজিবুর রহমান মঞ্জু, মিজানুর রহমান, মীর নাছিরউদ্দিন, লুত্ফর রহমান আজাদ, মশিউর রহমান, শহীদুল ইসলাম, মফিকুল হাসান ওরফে তৃপ্তি, আলমগীর কবীর, নাসের রহমান, সেলিমা রহমান, আবুল খায়ের ভূঁইয়া, শহীদউদ্দিন চৌধুরী, খায়রুল কবির, নাদিম মোস্তফা, আসাদুল হাবিব, হাফিজ ইব্রাহিম, কবির হোসেন, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহমেদ।
তাঁঁদের অনেকেরই নিজের অথবা স্ত্রীর নামে ঢাকায় ফ্ল্যাট কিংবা প্লট আছে। যেমন সাবেক সাংসদ আবুল হোসেন খান গুলশানের ১২ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়িতে ২৬৫০ বর্গফুট ফ্ল্যাটের মালিক। আবার ফজলুল হক মিলনের স্ত্রীর নামে কাকরাইলে ফ্ল্যাট আছে। খায়রুল কবিরের জায়গা আছে ডেমরায় আর স্ত্রীর নামে প্লট আছে খিলগাঁওয়ে।
এ বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান বলেন, আসলে জনগণের সেবার নামে রাজনীতি করে এক ধরনের রাজনীতিক যে বিপুল সম্পদের মালিক হওয়াটাই মূল লক্ষ্য মনে করেন, প্রভাবশালীদের প্লট নেওয়া সেটাই প্রমাণ করে। তিনি বলেন, বিএনপি-জামায়াত শাসনামলে যেভাবে ক্ষমতার অপব্যবহার করে ঢাকায় তত্কালীন সাংসদ ও সরকারি দলের নেতারা গুরুত্বপূর্ণ এলাকায় জমি বরাদ্দ নিয়েছেন, তার প্রতিবাদ করে বিপরীতমুখী অবস্থান নেওয়া উচিত ছিল বর্তমান সরকারি দলের সাংসদদের; বিশেষ করে, ঢাকায় যাঁদের বসবাসের জায়গা আছে। কিন্তু তাঁরা তা না করে প্রমাণ করেছেন, ভোগের রাজনীতিতে দুই দলের সাংসদদের মধ্যে কোনো পার্থক্য নেই।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা দুঃখ প্রকাশ করে বলেন, বিএনপি তার নেতাদের জন্য বনানীতে ‘বিএনপি পল্লি’ করল, আর বর্তমান সরকার করল ‘আওয়ামী উত্তরা পল্লি’।
[ad#co-1]
Leave a Reply