মুন্সীগঞ্জে পারিবারিক দ্বন্দ্বে হামলা-ভাঙচুর : আহত ৫

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ফিরিঙ্গিবাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দ্বিতীয় স্ত্রী ও তার ছেলেরা বৃদ্ধ বাবা, সৎ মা, ভাই ও ভাবীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে। সোমবার রাতে দ্বিতীয় স্ত্রী রুমি বেগম (৫৫) ও তিন ছেলে বাবু (৪৪), লিংকু (২২) ও মাহফুজ (২০) এ তাণ্ডব চালায়। আহতরা হলেন_বাবা জুলহাস মিয়া (৭৫), সৎ মা মর্জিনা বেগম (৬০), সৎ ভাই আ. মান্নান (৪৫), ভাবী নাছিমা (৩৫) ও ভাই মোতালেব স্বপন (৩৫)। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মোতালেব স্বপন বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। জানা গেছে, জুলহাস মিয়ার ১০ শতাংশ জায়গার মধ্যে সাড়ে পাঁচ শতাংশ জায়গায় প্রথম স্ত্রী ও তার সন্তানরা দোতলা ভবনে এবং বাকি অংশে একতলা ভবনে দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানরা বসবাস করছে। ব্যবসার কারেণে প্রথম স্ত্রীর বসবাসরত জায়গা ও ভবন ব্যাংকে বন্ধক রেখে জুলহাস মিয়া ঋণ নেন। ঋণ পরিশোধ করতে না পারায় ওই সম্পত্তি নিলামে ওঠে। তখন প্রথম স্ত্রী মর্জিনা বেগমের ছেলেরা ঋণ পরিশোধ করেন এবং ২০০৭ সালের ডিসেম্বরে জুলহাস মিয়া ওই সম্পত্তি ভবনসহ (সাড়ে পাঁচ শতাংশ) তাদের দলিল করে লিখে দেন।

[ad#co-1]

Leave a Reply