শ্রীনগরে পদ্মার পাড় কেটে বালু উত্তোলন হুমকির মুখে হাজার হাজার বসতবাড়ি

ভাগ্যকূল ও বাঘড়া ইউনিয়নের পদ্মাতীরবর্তী বিভিন্ন গ্রামে এভাবেই মাটি কেটে বিক্রি করে পুরো এলাকাকে হুমকিগ্রস্ত করে তোলা হচ্ছে
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে শ্রীনগরে পদ্মার তীরে বালু লুটের মহোৎসব চলছে। প্রতিদিন অবৈধভাবে নদীর পাড় কেটে উত্তোলন করা হচ্ছে লাখ লাখ টাকার বালু ও মাটি। দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ও উপজেলা প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে স্খানীয় একটি চক্র এই লুটপাট চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এভাবে বালু ও মাটি কেটে নেয়ায় হুমকির মুখে পড়েছে দুই ইউনিয়নের হাজার হাজার বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি।

পদ্মাতীরের বাসিন্দারা অভিযোগ করেন, বিগত সময়ে নদীতীরে কাটিং ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে অপরিকল্পিত মাত্রাতিরিক্ত বালু উত্তোলন করায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে বেড়িবাঁধসহ ভাগ্যকূল বাজারের একাংশ ও বিস্তীর্ণ অঞ্চল নদীতে বিলীন হয়ে গেছে। তারা আরো অভিযোগ করেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার আগে পদ্মা ব্রিজ ও বেড়িবাঁধ নির্মাণের অঙ্গীকার করেছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নদী শাসন তো দূরের কথা উল্টো বালু দস্যুরা আবাদি জমি কেটে নদী বানাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক লীগ নেতা অভিযোগ করেন, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনকে একাধিকবার বালু দস্যুদের বিরুদ্ধে নালিশ করলেও চুনপুঁটি দু-একটা বালুর ট্রাক চালককে ধরপাকড় করেই অদৃশ্য কারণে তারা ক্ষান্ত হয়ে যান।

সরেজমিন দেখা গেছে, উপজেলার মান্দ্রা, চারিপাড়া, ভাগ্যকূল, মাঠপাড়া, কামারগাঁও, বাঘড়া, জেলেপাড়া, কবুতরখোলা, কেদারপুরসহ ১০-১২টি পয়েন্টে চলছে বালু ও মাটি উত্তোলনের মহোৎসব। প্রতিদিন ট্রাক, ট্রলি, ভ্যানগাড়ি, নছিমন ও ট্রলারের মাধ্যমে নদীতীর থেকে ১০-১২ ফুট গর্ত করে অবাধে লাখ লাখ ঘনফুট বালু ও দোআঁশ মাটি উত্তোলন করা হচ্ছে। বাঘড়া বাজারসংলগ্ন পদ্মা নদীর পাড়েই রয়েছে বেশ ক’টি ড্রেজার। এখান থেকে উত্তোলিত মাটি ও বালু কার্গো জাহাজের মাধ্যমে ঢাকার গাবতলীসহ বিভিন্ন স্খানে সরবরাহ করা হয়ে থাকে। একটি কার্গো জাহাজ ভরতে সময় লাগে ১৫ মিনিট। আর ১৫ মিনিটের জন্য ড্রেজার মালিকরা পায় তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা। এভাবে নদীতীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে বিস্তীর্ণ ফসলি জমি ও তীরবর্তী অঞ্চল নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। পদ্মাতীরের বাসিন্দারা অভিযোগ করেন, গত বর্ষা মৌসুমে ভাগ্যকূল ও বাঘড়া পয়েন্টে অর্ধশতাধিক বসতবাড়ি ও কয়েক শ’ একর ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। তখন এ দু’টি পয়েন্টে নদীভাঙন রোধে সরকার ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। তা সত্ত্বেও প্রতি বছরের মতো নদীর পানি কমতে শুরু করার পরপরই বালু উত্তোলনকারীদের তৎপরতা শুরু হয়েছে। ওই কৃষক লীগ নেতা অভিযোগ করেন, এ মাসের শুরুতে জেলা প্রশাসকের কাছে বালু দস্যুদের তৎপরতা বìেধ আবেদন করা হলে তিনি শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাটি উত্তোলন জরুরিভাবে বìধ করার জন্য নির্দেশ দেন। এরপর দুই দিন বালু উত্তোলন বìধ ছিল। জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে আবার বালু উত্তোলন শুরু হলেও অদৃশ্য কারণে প্রশাসন ক্ষান্ত হয়ে যায়। এ দিকে ভাগ্যকূল ইউনিয়নের তহশিলদার বিল্লাল হোসেনের সাথে বালু দস্যুদের গোপন সখ্যতার ভিত্তিতে মোটা টাকা দফারফা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বালু উত্তোলনে অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি জানান, কারো অনুমতির প্রয়োজন নেই। এ বিষয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ মোল্লা জানান, দীর্ঘদিনের খবর আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য ওই এলাকার তহশিলদারকে নির্দেশ দেয়া হয়েছে।

[ad#co-1]

Leave a Reply