সঞ্চিতা সীতু
গ্যাস ঘাটতি মোকাবিলায় শিল্প কারখানায় এলাকাভিত্তিক ছুটির (হলিডে স্টেগারিং) প্রথমদিন ঢাকার বেশিরভাগ কারখানাই খোলা ছিল। তবে ঢাকার আশপাশে নরসিংদী, মুন্সীগঞ্জসহ বিভিন্ন এলাকার অনেক শিল্প কারখানা বন্ধ ছিল।
গতকাল বুধবার নরসিংদী-ঘোড়াশাল, ভালুকা, জিঞ্জিরা, মুন্সীগঞ্জ, মেট্রো-৪ এর আওতায় তেজগাঁও, ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান, উত্তরার শিল্প কারখানা বন্ধ থাকার কথা। খোঁজ নিয়ে জানা যায় এসব এলাকায় ছুটির আওতায় পড়ে এমন কারখানার সংখ্যা খুবই কম। আর যেসব কারখানা পড়ে তার সবই খোলা ছিল। এমনকি কেউ কেউ এ নিয়মের কথা জানেনও না। তবে আমাদের সময়ের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল মুন্সীগঞ্জে ৩৫টি শিল্প কারখানা বন্ধ ছিল। কারখানাগুলোর মধ্যে সিমেন্ট কারখানা, সুতার কারখানায় বেশি। ওই এলাকার তিতাস গ্যাস কোম্পানির ম্যানেজার অজিত চন্দ্র দেব জানান, তারা চিঠি দিয়ে এসব কারখানাকে ছুটি চালু করার অনুরোধ করেন। নরসিংদী প্রতিনিধি জানান, গতকাল নরসিংদীর ছুটি থাকার কথা এমন অনেক কারখানা বন্ধ ছিল। মালিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তিতাসের চিঠি পেয়েই তারা কারখানার ছুটির নিয়ম বদল করে গতকাল ছুটি ঘোষণা করেছেন।
গতকালের ছুটির ফলে ২০ দশমিক ৩১ মিলিয়ন গ্যাস সাশ্রয়ের টার্গেট ঠিক করেছিল তিতাস। প্রথমদিন আসলে কি পরিমাণ গ্যাস সাশ্রয় হয়েছে জানতে চাইলে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মোল্লা মোহম্মদ মবিরুল বলেন, একদিনে সাশ্রয় বোঝা যাবে না। এক সপ্তাহ সময় দেন। এরপর বোঝা যাবে। তিনি বলেন, শীত কমে যাওয়ার কারণে এমনিতেই গ্যাসের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। গতকাল মোট ১৯৯৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে বলে তিনি জানান।
তিতাসের তালিকা অনুযায়ী আজ বৃহস্পতিবার সোনারগাঁও ও মেট্রো ৬-এর আওতায় মিরপুর জোনের শিল্প কারখানাগুলো বন্ধ রাখার কথা। এইদিন ৩৭ দশমিক ১১ মিলিয়ন ঘনফুট সাশ্রয়ের টার্গেট ধরেছে তিতাস। শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লা ও টাঙ্গাইলের শিল্প কারখানা বন্ধ রাখা হলে সাশ্রয় হবে ৩৭ দশমিক ৩ মিলিয়ন ঘনফুট।
[ad#co-1]
Leave a Reply