সিরাজুল ইসলাম চৌধূরী
অমর একুশে বইমেলায় বই আগ্রহী মানুষের ভিড় চাই। সাধারণত বইমেলায় অনেক মানুষ যায়, অধিকাংশই শুধু ঘোরাফেরা করে। বইমেলায় কিছু উটকো মানুষ বিনোদনের জন্য আসে। প্রকৃত বইপ্রেমিক দর্শনার্থীদের জন্য মেলার পরিসর বাড়ানো দরকার। আমাদের দেশে বই বিক্রি বইমেলা নির্ভর হয়ে গেছে। আমরা মনে হয় সেভাবে বইপ্রিয় সমাজ গঠন করতে পারি নি। এই ব্যর্থতার দায়ভার সবার। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে। সারাবছর যেন বই বিক্রি হয় সেটার বাংলা একাডেমি ও প্রকাশকদের একসাথে প্রচারের উদ্যোগ নিতে হবে। এছাড়া বইমেলায় কোষ্ঠাকাঠিন্য নির্ভর একাডেমিক প্রবন্ধপাঠ না হয়ে প্রকাশিত বইয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা হতে পারে। কেননা এইসব প্রবন্ধপাঠ মেলায় কোনও প্রভাব রাখে না। এসব অনুষ্ঠান বাংলা একাডেমির অডিটোরিয়ামে হতে পারে। বরং ঐতিহ্যনির্ভর কোনও অনুষ্ঠান করা যেতে পারে।
[ad#co-1]
Leave a Reply