মুন্সীগঞ্জে তরুণীর লাশ

মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর থেকে শুক্রবার সকালে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, হাত-পা বেঁধে গলায় ওড়না পেচিয়ে এই তরুণীকে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা তরুণীটিকে অন্য কোথাও থেকে দক্ষিণ ইসলামপুরের একটি খালি ভিটায় এনে ধর্ষণের পর হত্যা করেছে বলে তারা ধারণা করছেন।

তিনি জানান, সকালে এলাকার লোকজন খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

[ad#co-1]

Leave a Reply