মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির নির্বাচন আজ

রাজধানী ঢাকায় বসবাসরত বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ জেলাবাসীর বৃহত্তর সংগঠন মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির নির্বাচন আজ শনিবার। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সমিতিতে এবারই প্রথম জাঁকজমকপূর্ণভাবে চলছে নির্বাচনী কর্মকাণ্ড। এ নিয়ে জেলাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনে ৩৭টি পদের জন্য ৭০ প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন। মনিরুজ্জামান-জাহাঙ্গীর পরিষদ এবং ফারুক-ফরহাদ পরিষদ ছাড়াও এককভাবেও অনেকে প্রার্থী হয়েছেন। ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটির ৪ কর্মকর্তা ইতিমধ্যেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৬৬/এ, পশ্চিম রাজাবাজারস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির নিজস্ব ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ৩ হাজার ৮শ’৩৩ ভোটারের সঙ্গে যোগাযোগে প্রার্থীরা আধুনিক প্রযুক্তিও ব্যবহার করছেন।

৬ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ঢালী মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, যে সব ভোটার সমিতির পরিচয়পত্র গ্রহণ করেননি, তারা ন্যাশনাল আইডি কার্ড প্রদর্শন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

[ad#co-1]

Leave a Reply