বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি কার্যকর হওয়ায় বি. চৌধুরীর সন্তোষ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সন্তোষ প্রকাশ করেছেন।

গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হবার দীর্ঘকাল পরেও কোন সরকারই এই নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকারের পক্ষেই তা সম্ভব হয়েছে। এতে সরকারের দৃঢ়তা এবং একনিষ্ঠতা প্রমাণ করে। তিনি তার দলের একটি প্রধান ওয়াদাও পূর্ণ করেছেন। বি. চৌধুরী বলেন, একইরকম নিষ্ঠা ও দৃঢ়তার মাধ্যমে যদি সংসদ কার্যকর হয়, পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন তবে বাংলাদেশ তার নিকট কৃতজ্ঞ থাকবে।

[ad#co-1]

Leave a Reply