‘একুশের মেলার প্রথম দিনেই মেলা নিয়ে বেশ আশাবাদী আমি। মেলার প্রথম দিনে ভাষা আন্দোলন জাদুঘরের যাত্রা এবারের মেলার একটি উল্লেখযোগ্য ঘটনা। প্রতিবার মেলায় যে পরিমাণ দর্শনার্থী আসে সে অনুযায়ী বই বিক্রি হয় না। একজন লেখক হিসেবে আমার অনুরোধ থাকবে, মেলায় এসে প্রত্যেকে যেন একটি বই কেনেন’ কথাগুলো বলেন দেশের জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন।
গতকাল সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমী আয়োজিত একুশে বইমেলার প্রথম দিনে মেলার বিভিন্ন দিক নিয়ে ভোরের কাগজের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন। মেলার প্রথম দিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইমদাদুল হক মিলন বলেন, এক কথায় বলতে গেলে দারুণ, চমৎকার। প্রথম দিনে এতো মানুষের ভিড় সত্যিই অবাক হওয়ার মতো বিষয়। এখনো অনেক স্টল গুছিয়ে উঠতে পারেনি। আবার অনেক স্টলে ক্রেতাদের বেশ ভিড় লক্ষ করলাম। বইমেলার সঙ্গে যে বাঙালির প্রাণের টান রয়েছে এটি তার উদাহরণ।
তিনি বলেন, বাংলা একাডেমীর এবারের আয়োজনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা বহু বছর পর হলেও এই প্রথম যাত্রা শুরু করলো ভাষা আন্দোলন জাদুঘর। ঐতিহাসিক এমন একটি ঘটনার নিদর্শন নিয়ে এ ধরনের উদ্যোগ আরো আগেই নেয়া উচিত ছিলো। তারপরও বলবো, এবারের আয়োজনে এই উদ্যোগটি বাংলা একাডেমীর সময়োপযোগী উদ্যোগ।
এছাড়া বরাবরের মতো এবারো মেলাপ্রাঙ্গণে ধুলার একটি সমস্যা রয়েই গেলো। আমি আশাবাদী মানুষ- এজন্য বলছি হয়তো কাল থেকে এই সমস্যা আর থাকবে না। বাংলা একাডেমী নিশ্চয়ই ব্যবস্থা নেবে।
তার নতুন বইয়ের কথা জানতে চাইলে তিনি বলেন, এই মেলায় আমার নতুন ৮টি বই থাকবে। এগুলো হচ্ছে বন্ধুবান্ধব, লিলিয়ান উপাখ্যান, ক্লাসের সবচাইতে দুষ্ট ছেলেটি, আয়না কাহিনী, চাই, সেই প্রিয় মুখসহ আরো দুটি বই।
ইমদাদুল হক মিলন বলেন, সব মিলিয়ে মেলার সার্বিক পরিবেশ বেশ ভালো। তবে একটি বিষয় আমার ভালো লাগেনি। অন্য প্রকাশ, অনন্যা, মাওলা ব্রাদার্স এগুলো দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অথচ তাদেরকে এমন একটি সরু জায়গায় স্টল বরাদ্দ দেয়া হয়েছে যেখানে এখনই ভিড় লেগে আছে। বিশেষ করে বন্ধের দিন কিংবা একুশে ফেব্র“য়ারির দিন এখানকার পরিস্থিতি কেমন হবে তা এখনই বোঝা যায়। এই বিষয়টা আমার একেবারেই ভালো লাগেনি।
মেলায় আগত পাঠক-দর্শনার্থীদের জন্য কি বলবেন। এর উত্তরে তিনি বলেন, এই মেলায় প্রচুর দর্শক সমাগম হয়। এটি অবশ্যই ইতিবাচক একটি দিক। তারপরও বলবো, মেলায় যে পরিমাণ দর্শক সমাগম ঘটে সেই পরিমাণ বই বিক্রি হয় না। একজন লেখক হিসেবে আমার অনুরোধ থাকবে, মেলায় এসে প্রত্যেকে যেন তার পছন্দের একটি বই কেনেন। এতে করে লেখক-প্রকাশকরা আরো বেশি উৎসাহিত হবেন। পাশাপাশি আমাদের প্রত্যেকের মধ্যে সাহিত্যনির্ভর সৃজনশীল চর্চা অনেক বেড়ে যাবে।
[ad#co-1]
Leave a Reply