প্রবহমান নদীর মতো বই : সিরাজুল ইসলাম চৌধুরী

শুচি সৈয়দ
‘বই হচ্ছে প্রবহমান নদীর মতো। আমাদের সব নদী যেমন শুকিয়ে যাচ্ছে, তেমনই এ নদীটিও যেন শুকিয়ে যাচ্ছে।’ অমর একুশের গ্রন্থমেলা প্রসঙ্গে বলতে গিয়ে একথা বলেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক, প্রফেসর এমেরিটাস ড. সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘সারাবছর ধরে বই প্রকাশিত হবে, মেলায় সেটির বিক্রি ও প্রদর্শনী দুই-ই হবে। পাঠক মেলায় বই না কিনলেও পছন্দ করে যাবে, যাতে যে কোন সময় সে সেটা কিনতে পারে। বইকে নিশ্চয়ই আমরা অন্য আর দশটা ‘পণ্যে’র মতো একটি গতানুগতিক ‘পণ্য’ হিসেবে বিবেচনা করব না। অন্যান্য মেলার মতো মেলায় বেঁধে দেয়া কমিশন কিংবা বিরাট মূল্যহ্রাসে হুমড়ি খেয়ে পড়বে ক্রেতা, বই সে রকম কোন পণ্য নয়। বই তার অন্তর্বস্তুর সারবত্তার কারণে পাঠকের ভেতর আগ্রহ ও কৌতূহলের জš§ দেয়, উসকে দেয় পাঠকের জিজ্ঞাসা। অন্য যে কোন মেলা থেকে বইমেলা আলাদা, আনন্দের মেলাÑ অন্য মেলাগুলোও আনন্দের মেলা, সে আনন্দে আপামর জনতা শামিল হয়; কিন্তু বই পড়ার জিনিস বইমেলা হচ্ছে পাঠকের আনন্দমেলা। এ মেলার কাজ বইয়ের সঙ্গে পাঠকের যোগসূত্র তৈরি করা। আমি মনে করি, সারাবছর বই বিক্রি হওয়া প্রয়োজন। কিন্তু দেশের বইয়ের জগৎ লক্ষ্য করছি, কেবলমাত্র একুশের বইমেলা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। প্রকাশকরা সারাবছর হাত গুটিয়ে বসে থাকছেন, মেলা সন্নিকটবর্তী হলেই প্রবল উচ্ছ্বাসে ঝাঁপিয়ে পড়ছেন বই প্রকাশের কাজে। এতে করে প্রচুর ত্র“টি-বিচ্যুতিযুক্ত বই বের হচ্ছে। মানসম্মত বই বের হচ্ছে না। সমাজে এমনিতেই বইয়ের কদর কম, মানহীন এরকম প্রকাশনা কদর যেটুকু অবশিষ্ট আছে তাকেও শূন্যের কোঠায় ঠেলে দিচ্ছে।
শুধু বাংলা একাডেমীর মাঠে নয়, বইগুলো যাতে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে তার জন্য বিভাগে, জেলায়, উপজেলায় এমনকি গ্রামপর্যায়ে স্থানীয় উদ্যোগে বইমেলার আয়োজন করতে হবে। এ ব্যাপারে প্রকাশকদের তরফ থেকে সক্রিয় উদ্যোগ নিতে হবে। আমি মনে করি, বইগুলোর সামাজিক চাহিদা তৈরির জন্য সামাজিক গ্রন্থাগার আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। এই উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য সাংস্কৃতিক কর্মীদের সর্বাÍক সমর্থন প্রয়োজন পড়বে। বইমেলাকে বই বিতরণ ও বিজ্ঞাপনের বিকল্প হিসেবে দেখি না।’ ড. চৌধুরী বলেন, এক সময় বাংলা বাজার বইয়ের বাজার হিসেবে গড়ে উঠেছিল, কারণ পুরনো ঢাকার এ অঞ্চলেই ছিল শহরের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান।
আমি মনে করি, বইয়ের একটা নিজস্ব এলাকা থাকা দরকার এবং সেটা বর্তমান বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই রচিত হতে পারে। প্রকাশকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে কাঁটাবন ও পলাশী এলাকার মার্কেটগুলোর বন্দোবস্ত নিয়ে এ এলাকায় বইয়ের মার্কেট গড়ে তুলে ক্রেতার চাহিদা পূরণে এগিয়ে আসতে পারেন। যে কোন বইয়ের খোঁজ করলে যেন পাওয়া যায়Ñ এমন একটি মার্কেট। সারাবছর ধরে বই বিক্রি হবে সেটাই স্বাভাবিক। কেবল মেলার এক মাস বিক্রির মানসিকতা সেখানে একটা বড় বাধা। ওই যে বললাম, বই হচ্ছে প্রবহমান নদীর মতো, এই নদীটিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। বইমেলাকে আরও বৃহৎ পরিসরে স্থান করে দিতে হবে। যাতে মানুষ স্বচ্ছন্দে বই দেখতে ও কিনতে পারে। শিশু এবং নারীরাÑ বইয়ের যারা প্রধান ভোক্তা, তারা যেন স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে। আমার মনে হয়, বইমেলার জন্য বড় জায়গা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এবারের মেলায় ড. সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ সমগ্র চতুর্থ খণ্ড প্রকাশ করবে বিদ্যাপ্রকাশ।

Leave a Reply