দুই পাওনাদার মৃধা ও দেওয়ান গ্রুপের মধ্যে রবিবার সদর উপজেলার চরাঞ্চলের শিলই গ্রামে সংঘর্ষে ২৮ জন আহত হয়েছে। এই সময় ৪টি বাড়িঘর ভাংচুর হয়। আহত নূরুল ইসলাম (৩৭), হাই ইসলাম (২৭), আক্কাস দেওয়ান (৫০), দ্বীন ইসলাম (৩২), হালিম মৃধাকে (২৪) পুলিশ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। অন্যদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনায় পুলিশ দুই গ্রুপের প্রধানসহ ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আক্কেল আলী,নরুল ইসলাম,হাই ইসলাম এবং অন্য গ্রুপের জনু মৃধা,আবুল ও পল্টু মিয়। এক গ্রুপের প্রধান জনু মৃধা ও অপর গ্রুপের প্রধান আক্কেল আলীর স্ত্রী রেনু বেগম বাদী হয়ে সোমবার সদর থানায় পৃথক মামলা দায়ের করেছেন।
সদর থানার ওসি মো.শহিদুল ইসলাম জানান, নরুল ইনলাম নামের এক আদম ব্যাপারীর কাছে বেশ কিছু লোকের টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা পরিশোধের জন্য আদম ব্যাপারীর ঘর বিক্রি করে বাচ্চু মৃধাকে টাকা দেয়ার জন্য সিদ্ধান্ত হয়। অপর পাওনাদার নরুল দেওয়ান ও ঘর বিক্রির টাকা তাদের দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। এই নিয়ে দু’পাওনাদারের মধ্যে সংঘর্ষ বেধে যায়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া একই রাতে সদর উপজেলার আনন্দপুর গ্রামে মাছ বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রাজ্জাক ব্যাপারী (৬৫), সাজেদা বেগম (৪০), খালেক ব্যাপারী (৫৫), নজরুল ইসলাম (২০), হেফাজুদ্দিন মোল্লা (৫০) ও মহিউদ্দিন মোল্লাকে (৪৫) জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক
==================================================
মুন্সীগঞ্জের দুই গ্রামে সংঘর্ষে আহত ৩০
সদর উপজেলার শিলই ও মোল্লাকান্দি ইউনিয়নে পৃথক দুটি সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। চরাঞ্চল শিলই ইউনিয়নের উত্তর শিলই গ্রামের জয়নালবাজারে রবিবার রাতে বিদেশে যাওয়ার টাকা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, একটি তাজা গুলি, দুটি গুলির খোসা ও তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় উভয় পক্ষ সদর থানায় মামলা করেছে। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। একই সময় পাশের ইউনিয়নের আনন্দপুর গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, শিলই গ্রামের আদম ব্যবসায়ী নূর ইসলাম ও আক্তার একই গ্রামের ১০ জনকে মালদ্বীপ পাঠায়। সাতজন জেল খেটে মালদ্বীপ থেকে দুই মাসের মাথায় ফেরত আসে এবং পাঁচজনের কাছ থেকে টাকা নেওয়ার পর বিদেশে পাঠাতে না পারায় বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে নূর ইসলাম ও আক্তারের সঙ্গে কয়েকবার স্থানীয়ভাবে বিচার-সালিস হয় এবং পাওনাদারদের টাকা নির্দিষ্ট তারিখে ফিরিয়ে দিতে বলা হয়। কিন্তু তারা টাকা ফেরত না দিয়ে উপরন্তু তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে একই গ্রামের দেওয়ান গোষ্ঠীর লোকজন আদম ব্যবসায়ীর পক্ষ নেয় এবং ঘটনার দিন জয়নালবাজারে মৃধা গোষ্ঠীর লোকজনের ওপর আক্রমণ চালায়। এ সময় সংঘর্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে দ্বীন ইসলাম, হালিম মৃধা ও নূরুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মধ্যে আক্কেল আলী দেওয়ান, হাই ইসলাম, রাজ্জাক বেপারী ও সুমন মৃধাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ উভয় পক্ষের ছয়জনকে গ্রেপ্তার করেছে। তারা হলো মৃধা গোষ্ঠীর আক্কেল আলী দেওয়ান, হাই ইসলাম ও নূর ইসলাম এবং দেওয়ান গোষ্ঠীর জয়নাল মৃধা, আবুল দেওয়ান ও পল্টু।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, শিলই গ্রামের উভয় পক্ষ মামলা করেছে।
এদিকে আনন্দপুর গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ব্যক্তিরা হলো সাজেদা বেগম, নজরুল ইসলাম, হেফাজউদ্দিন ও আবদুল খালেক বেপারী। তাদেরও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালের কন্ঠ
[ad#co-1]
Leave a Reply