মাওয়া-কাওড়াকান্দি রুটের পদ্মায় ফেরি ও স্পিডবোট সংর্ঘষে স্পিডবোট ডুবে তিন যাত্রী নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, ফেরি ও পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে মাওয়া থেকে এক কিলোমিটার দূরে ডাম্ব ফেরি যমুুনার সাথে চালকসহ ১৩ জন যাত্রী নিয়ে মাওয়া-কাওড়াকান্দিগামী দ্রুতগতির স্পিডবোটের সংর্ঘষ হয়। এতে স্পিডবোটটি ডুবে গেলে তাৎক্ষণিকভাবে তিন যাত্রী নিখেঁাঁজ হন। নিখোঁজ যাত্রীরা হলেন ভেদরগঞ্জের নজরুল ইসলাম মাঝি (২৫), নজরুল মিয়া (৩২) ও জামিনা বেগ (৪৫)। অন্য যাত্রীরা সাঁতরে ফেরিতে উঠে এবং চরে যেয়ে প্রাণ বাঁচায়।
মাওয়া নৌফাঁড়ি পুলিশ ইনচার্জ আবদুর রাজ্জাক জানান, এখনো নিখোঁজদের সìধান পাওয়া যায়নি।
[ad#co-1]
Leave a Reply