পঁচাত্তর বছরের বিনা কর। ঠিক ২৫ বছরের ভারতবাসী হয়েছেন। এরপর এবারই প্রথম অর্ধশতাব্দী পর নিজ জন্মভূমিতে এসেছেন। যুবতী বয়সের স্মৃতি আজও তারিয়ে বেড়ায়। বৃদ্ধ বয়সে জন্মভূমিতে ফিরে সেই যৌবনের স্মৃতিতে হারিয়ে যান। তিনি এখন কলকাতার বেলুরমঠের বাসিন্দা। এখনও চিরকুমারী। তিনি এই বৃদ্ধ বয়সেও জন্মভূমি মাটিতে আসতে পেরে গর্ববোধ করেন। এমন ৩৮ জন ভারতের বাসিন্দ বিক্রমপুরে এসছেন জন্মভূমি দেখতে। তাদের আগমনে বৃহস্পতিবার দু’পারের বাংলার এক মিলন মেলায় পরিণত হয় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী। এখানে স্মৃতিচারণ করতে গিয়ে হারানো দিনের কথা বলতে গিয়ে আবেগাপস্নুত হয়ে পড়েন তিনি। তেমনি এক জন বিনা কর বলেন- “আমার…,আমার ভিষণ ভালো লাগছে…”।
এর আগে গত ৭ ডিসেম্বর ভারতের বেলুরমঠে অনুরূপ মিলন মেলার আয়োজন করে ভারত বিক্রমপুর ফ্রেন্ডশিপ ওয়েল ফেয়ার সোসাইটি। সেই আদলে বাংলাদেশেও মুন্সীগঞ্জ-বিক্রমপুর ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি গঠিত হয়েছে। প্রতিবছরই দু’পারে বাংলায় এই মিলন মেলার আয়োজন করার ঘোষণা দেন দু’ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে মুন্সীগঞ্জ পৌরসভা ওপার থেকে আসা বাঙালীদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন সদর উপজেলার চেয়ারমান আনিসুজ্জামান আনিস। পৌর মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমানের সভাপতিত্বে মাদ,ভাআরও বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা টেলি সারত থেকে আগত চির রঞ্জন দত্ত, জ্ঞান রঞ্জন দাস, কমল দাস, সুবোদ দে এবং জাহাঙ্গীর সরকার মন্টু, সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মশিউর রহমান ববি।
মুন্সীগঞ্জ-বিক্রমপুর ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটিও এই মিলন মেলায় অতিথিদের বরণ করতে নানা অনুষ্ঠানের আয়োজন করেন। সুরের মূর্ছনায় হারিয়ে যায় দু’পারের বাংলার মানুষ। ফুল দিয়ে বরণ করতে আসা খালেদা খানম, হামিদা খাতুন, মো।আলী লিটন,জাহাঙ্গীর আলম ঢালীসহ অনেকই ভাষার মাসে আনত্মরিক এই অতিথি বরণে বিমোহিত হয়ে পড়েন। এই অনুষ্ঠানে ৭ ডিসেম্বরের ভারতের মিলন মেলার স্মরণিকার মোড়ক উন্মোচন করেন মাহফুজুর রশিদ নিলুসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাসুম চৌধুরী, তানভীর হাসান,পান্না ঘোষাল গিতিকা ও নাফিজা হাদী।
[ad#co-1]
Leave a Reply