সরকার মাসুদ
জোনাকি গাইড হয়ে পার করে দিয়েছিল সাঁকোভাঙা পথ
এখন তার দেখা নেই, পোকাদের ঝোপ নেই
অন্ধকার ভালোমতো গাঢ় না হতেই
সন্ধ্যা পেতে রাখে মনোহর ফাঁদ!
পরে আধখানা ঘোলাঘোলা চাঁদ
এসে মানুষের বদনিয়তির মতো ঝোপঝাড় ঠাসা
খাল আর ভাঙা সাঁকোর ওপর ফেলে ময়লা আলো
মাছের আঁশের মতো তুচ্ছভাবে পড়ে থাকে ভালোবাসা!
জোনাকি না, উড়ন্ত নক্ষত্ররেণু দেখা দেয় এখানে ওখানে,
আবার! ভাঙা সাঁকো পেরিয়ে যাওয়ার ইচ্ছার মানে
একটু গভীর; আলোপোকা নিভে যায় মেঠোপথে কিন্তু আশা
ঝুলে থাকে নিশীথ বাদুড়, মাঝে মাঝে পাখা ঝাপটায়।
ভালোবাসার সাঁকো ভেঙে গেলেও তো
আশা বেঁচে থাকে ভাঙা সাঁকো আর জোনাকির
মাঝখানের ফাঁকা স্থানে, এ এক অশেষ ধাঁধা
যা বুঝি না পরিস্কার তা-ই কেন বার বার এত করে টানে!
[ad#co-1]