সবাই ডাকত ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’ বলে

সেরাদের সেরা
সালাহউদ্দিন সোহাগ
তাকে সবাই বলত ভ্রাম্যমাণ লাইব্রেরি। কারণ একটি ব্যাগে প্রয়োজনীয় বই ভরে সারা দিন ঘুরে বেড়াত তৌহিদ। যেখানে সময় পেত সেখানে বসেই পড়ত। এ লাইব্রেরি থেকে ও লাইব্রেরিতে খুঁজত প্রয়োজনীয় বই। সফলও হয়েছে সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ-বিজ্ঞান বিভাগের ২০০৭ সালের অনার্স ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয় তৌহিদ হোসেন খান।

বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়। মা-বাবার তৃতীয় সন্তান তৌহিদ। ছোটবেলা থেকেই প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন। কিন্তু বাবার মৃত্যুর পর খানিকটা ব্যত্যয় ঘটে পড়াশোনার। তারপরও গ্রেডিং পদ্ধতির প্রথম ব্যাচে (২০০১ সালে) মুন্সীগঞ্জের বাঘাইয়াকান্দি রসুলপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে জিপিএ ৪ এবং ঢাকা কলেজ থেকে ৪.১০ পয়েন্ট নিয়ে পাস করে উচ্চ মাধ্যমিক।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পছন্দের বিষয়ে (অর্থনীতি) ভর্তি হতে না পেরে ভর্তি হয় সমাজবিজ্ঞানে। না পাওয়ার বেদনাকে শক্তিতে পরিণত করে শুরু থেকেই পড়াশোনায় মন দেয় তৌহিদ। প্রথম বছরই প্রথম। এর পর শুরু হয় অবস্থান ধরে রাখার লড়াই। আর এর জন্য খেলাধুলা, আড্ডা দেওয়া হয়ে ওঠেনি কখনো।

থাকে সলিমুল্লাহ মুসলিম হলে। হলে ওঠার পর প্রথম দিকে ছাত্ররাজনীতি বাধা হয়ে দাঁড়ায়। হলের ‘বড় ভাইদের’ কাছে পরীক্ষার চেয়ে মিছিল-মিটিং অনেক বড়। নিয়মিত গেস্ট রুমে হাজিরা দিয়ে ভালো ফল করা সম্ভব নয়। তাই লাইব্রেরিতেই কাটাত দিনের অধিকাংশ সময়।

তৌহিদ বলছিল, ‘পাবলিক লাইব্রেরি না থাকলে আমার জীবনে এত ভালো ফল করা সম্ভব হতো না। খুব সকালে ঘুম থেকে উঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তাম। ক্লাস বাদে দিনের বাকি সময় কাটিয়ে দিতাম পাবলিক লাইব্রেরিতে। ঢাকার এমন কোনো লাইব্রেরি নেই যেখানে আমি যাইনি।’

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ছাত্ররাজনীতি করার ইচ্ছা ছিল তার। তবে তা প্রচলিত ছাত্ররাজনীতি নয়, কোন ছাত্র রাজনীতি? ‘যে ছাত্ররাজনীতি শিক্ষার্থীকে নিয়ে ভাববে। যেখানে শিক্ষার্থীদের সঙ্গে স্বৈরাচারী ব্যবহার করা হবে না, ক্লাস পরীক্ষা নিয়ে কটূক্তি করা হবে না। ষাট-সত্তরের দশকের রাজনীতি যদি থাকত তবে আমিও ছাত্ররাজনীতি করতাম।’ _বলছিল তৌহিদ।

তৌহিদের কাছে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে স্মরণীয় সময়টি হলো ২০০৭ সালের ২১ ও ২২ আগস্ট। সে বলেছে, ‘তখন তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছিল। দুই-তিনটি পরীক্ষা বাকি। আমরা বিভিন্ন জায়গায় থাকতাম। সবাই এসে মিলিত হতাম মধুর ক্যান্টিনে। রাজনীতি না থাকার কারণে মধুর ক্যান্টিন তখন ফাঁকা। আমরা একটি টেবিলকে পড়ার টেবিল বানিয়ে ফেললাম। সেখানে চলত পড়াশোনা, যা কোনোদিন ভোলার নয়।’

[ad#co-1]

Leave a Reply