আওয়ামী লীগ জনগণ ও গ্রাম বাংলার সরকার

হুইপ সাগুফতা ইয়াসমিন
জনগণ ভোট দিয়ে দেশ সেবার সুযোগ তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ সরকারকে। জোট সরকারের আমলে উন্নয়ন খাতে ঢালাওভাবে যে চুরি হয়েছে তার পুনারাবৃত্তি যেন না ঘটে তার দিকে জনগণকে সর্তক থাকাতে আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকার জনগণ ও গ্রাম বাংলার সরকার। দেশের হীনমনা কপিতপয় রাজনৈতিক দলের লোকেরা ষড়যন্ত্র করে বইয়ের গোডাউনে আগুন লাগিয়ে দিলেও সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনায় সঠিক সময়ে বিদ্যালয়ের পাঠ্যপুস্তক পৌঁছেছে। গত শনিবার সকালে টঙ্গীবাড়ী উপজেলার পুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমেলী এমপি এ সব কথা বলেন। শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জলিল, আওয়ামী লীগ সভাপতি জগলুল হাওলাদার ভুতু প্রমুখ।

[ad#co-1]

Comments are closed.