পুড়ে ছাই গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: গজারিয়া উপজেলার দত্তেরচর গ্রামে অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার গভীর রাতে ওই গ্রামের শহীদলস্নস্নাহর ঘরে আগুন লেগে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৭টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এর আগে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা চালায়। ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই সব পুড়ে শেষ হয়ে যায়। ড়্গতিগ্রসত্মরা জানান, ঘরের ভেতর প্রায় ৪০-৫০ মণ চাল, নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও টিভি, ফ্রিজ, মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
Leave a Reply