প্রকৌশলী-ঠিকাদার এক জোট
মুন্সীগঞ্জে রাস্তা উন্নয়নের নামে এক সাংবাদিকের বাড়িঘর ভাঙার পাঁয়তারা চলছে। পৌরসভার এক উপসহকারী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট এক ঠিকাদার ও বিএনপি নেতা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এদিকে সাংবাদিকের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট রাস্তা নির্মাণের ওপর ১৪৪ ধারা জারি করেন।
জানা গেছে, রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার শাহাদাত হোসেন সরকার তার মালিকানাধীন মসলা ভাঙার মিলটি রক্ষার স্বার্থে রাস্তা প্রশস্ত করার নামে ‘সংবাদ’-এর জেলা প্রতিনিধি মাহবুব আলম লিটনের মা ও খালার মালিকানাধীন বাড়িঘর ভাঙার পাঁয়তারা চালাচ্ছে। তার এ কাজে সহযোগিতা করছেন পৌরসভার এক উপসহকারী প্রকৌশলী।
এদিকে গত ১৫ মার্চ পুনঃ পরিমাপের জন্য পৌরসভা নোটিশ জারি করেছে। নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক প্রকৌশলী জানান, পরিমাপের বিষয়টি আগেই সম্পন্ন হয়েছে। দরপত্র অনুযায়ী কাজের সময়সীমা শেষ পর্যায়ে রয়েছে। নতুন করে পরিমাপের বিষয়টি অযথা বিতর্কের সৃষ্টি করবে।
পৌরসভার মেয়র মুজিবুর রহমান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
[ad#co-1]
Leave a Reply