এক এলবামে হাবিব-তিশমা

হাবিবের সঙ্গীতায়োজনে একটি যৌথ গানের এলবামে গান করবেন তিশমা এলবামে তিনি একটি একক গান ও একটি দ্বৈত গান করবেন।

এ এলবামটি ঈদ উপলক্ষে তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। হাবিবের সঙ্গীতায়োজনে গান করা প্রসঙ্গে তিশমা বলেন, হাবিব ভাই অনেক বড় মাপের একজন সঙ্গীত পরিচালক তার সঙ্গীতায়োজনে গান করব ব্যাপারটা ভাবতেই ভাল লাগছে। এখন আমাদের অডিও শিল্পে যে ক’জন জনপ্রিয় তরুণ সঙ্গীত পরিচালক আছেন তাদের মধ্যে হাবিব অন্যতম। তিনি তার নিজস্ব ভঙ্গিতে সঙ্গীত পরিচালনা করে সবার দৃষ্টি কেড়েছেন। শিগগিরই আমি তার সঙ্গীতায়োজনে দুটি গানে কণ্ঠ দিব। গান দুটি একটি যৌথ গানের এলবামে থাকবে বলে জানতে পেরেছি।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে হাবিবের সঙ্গীতায়োজনে এ এলবামটি তৈরি করা হলেও ঈদের মাসখানেক আগেও এলবামটি বাজারে ছাড়া হতে পারে। এলবামটিতে তিশমা ছাড়া আরও চারজন কণ্ঠশিল্পী গান করবেন। প্রত্যেকে একটি করে একক গান ও একটি করে দ্বৈত গান করবেন। শিল্পীদের সঙ্গে দ্বৈত গানগুলোতে হাবিব কণ্ঠ দিবেন বলে জানা গেছে।

তিশমার গান নিয়ে যৌথ গানের এ এলবামটি সঙ্গীতার ব্যানার থেকে বাজারে আসবে। এদিকে তিশমা ব্যস্ত রয়েছেন তার মিউজিক ভিডিওর একটি এলবামের নির্মাণ কাজ নিয়ে। এলবামের কয়েকটি গানের দৃশ্যায়ন করা হলেও বেশির ভাগ গানের দৃশ্যায়নের কাজ এখনও বাকি রয়ে গেছে। মিউজিক ভিডিওর এলবামটি ঈদ বাজারে ছাড়া হবে।

[ad#co-1]

Leave a Reply