মুন্সীগঞ্জ ব্যবসায়ী সমিতির কমিটির বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগ

কাজী দীপু, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির মেয়াদউর্ত্তীর্ণ কার্যকরী কমিটির বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার অর্ধশতাধিক ব্যবসায়ী পৌর মেয়রের কাছে অভিযোগ দাখিল করেছে।

এতে গঠনতন্ত্র উপেক্ষা ও সাধারণ সভা না ডেকেই কার্যকরী সভার মাধ্যমে একতরফা আহ্বায়ক কমিটি গঠন ও নির্বাচন কমিশনার নিযুক্ত করায় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, ২০ দিন আগে মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষে হওয়ার এক মাস আগে সাধারণ সভার মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করার কথা। কিন্তু মেয়াদউত্তীর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাধারন সভা আহ্বান না করে সেচ্ছাচারিতার মাধ্যমে কার্যকরী কমিটির সভায় আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমশিনার নিযুক্ত করেন।

সমিতির সাবেক সভাপতি মো.ফিরোজ মিয়া ও সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন তালুকদার ভুল অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, বিষয়টির সুরাহা চেয়ে গতকাল পৌর মেয়রের কাছে আবেদন করা হয়েছে। মেয়াদউত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক মো. এনামুল হক ব্যবসায়ীদের ওই অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন।

[ad#co-1]

Leave a Reply