চেয়ারম্যানের ওপর হামলা

এক শ’ দিনের কর্মসূচীর রাসত্মা নির্মাণ নিয়ে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউপি চেয়ারম্যানের ওপর হামলা হয়েছে। এই নিয়ে দু’দিন ধরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জের ধরে শুক্রবার গভীর রাতে একটি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

গজারিয়া উপজেলার ইউএনও ফিরোজ আহম্মেদ শনিবার বিকেলে জানান, এক শ’ দিনের কর্মসূচীর অংশ হিসেবে বাউশিয়া নির্মাণাধীন একটি রাসত্মার পাশে গাছ কাটা হয় চেয়ারম্যানে নির্দেশে। এই অভিযোগ তদনত্মে শুক্রবার ইউএনও পরিদর্শনে আসেন। এই সময় আওয়ামী লীগ সমর্থক বিএম আল আমিন ইউপি চয়ারম্যান বিএনপি সমর্থক আঃ মান্নান দেওয়ানকে ধাক্কা দেয়। এই খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যান সমর্থক প্রায় দু’হাজার লোক ছুটে আসে পাল্টা হামলা চালাতে। পরে উপস্থিত ইউএনও ও ওসি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে শুক্রবার রাতে নন্দন কোনা কুমারিয়া গ্রামে চেয়ারম্যান পক্ষের এক বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

[ad#co-1]

Leave a Reply