মুন্সীগঞ্জে বিএনপির ডাকে হরতাল কাল

রবিবার মুন্সীগঞ্জে হরতালের সমর্থনে বিএনপি শুক্রবার মিছিল করেছে। জেলা শহরের বাইরে পৃথক ২টি মিছিল বের হয়। মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দিন আহম্মেদের নেতৃত্বে সন্ধ্যায় একটি মিছিল রিকাবীবাজার থেকে বের হয়ে মিরকাদিম বাজার এসে শেষ হয়। এর আগে সদর থানা বিএনপির সভাপতি মহিউদ্দিনের নেতৃত্বে আরেকটি মিছিল মুক্তারপুর থেকে বের হয়ে সিপাইপাড়ায় এসে শেষ হয়। মিছিলকারীরা আকবর হোসেনের মৃতু্যর জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানায়।

পল্টনে বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে ঢাকার সদরঘাটের বুড়িগঙ্গায় ডুবে মারা যাওয়া কথিত বিএনপি নেতা আকবর হোসেনের লাশ বৃহস্পতিবার উদ্ধার হয়। আকবরের মৃতু্যর জন্য আওয়ামী লীগকে দায়ী করে জেলা বিএনপি রবিবার গোটা মুন্সীগঞ্জ জেলায় হরতাল আহ্বান করেছে। জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আলী আজগর মলিস্নক রিপন এই হরতাল সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া শনিবার জেলা শহরে ও মাওয়ায় এই হত্যার প্রতিবাদে বিৰোভ সমাবেশ আহ্বান করেছে।

[ad#co-1]

Leave a Reply