ইউএনওর কাছে স্মারকলিপি পেশ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও, ডুবারচর গ্রামে মেঘনা পাড়ের পানির নিচে থাকা বালকা ভূমি বিক্রি বন্ধ ও মেঘনা নদীর বিক্রিত জমির রেজিস্ট্র্রি বাতিলের দাবিতে গত বুধবার সকালে গ্রামবাসী ও মেঘনার জেলেরা ইউএনওর কাছে একটি স্মারকলিপি পেশ করেছে।
৭০ জেলে ও গ্রামবাসী স্বাক্ষরিত ওই স্মারকলিপি ইউএনও ফিরোজ আহমেদের কাছে পেশ করলেও নদীর ৩০ থেকে ৮০ ফুট পানির নিচে থাকা সম্পত্তি প্রতিনিয়ত বিক্রি হচ্ছে। গত সোমবার ও মঙ্গলবার সেখানকার পানির নিচে থাকা ৭০ বিঘা জমি রেজিস্ট্রি করা হয়েছে গজারিয়া ভূমি অফিসে। এ নিয়ে গত একমাসে এখানে অন্তত ৩ শতাধিক বিঘা পানির নিচের সম্পত্তি বিক্রি হয়েছে।
এ প্রসঙ্গে গজারিয়া উপজেলার ভূমি কর্মকর্তা মো. শাহাদাত বলেন, কাগজে-কলমে রেকর্ড থাকা সম্পত্তি বেচাকেনা হলে রেজিস্ট্রি করা বৈধ। সেখানে নদী আছে না খাল আছে তা আমরা দেখবো না। সমুদ্র থাকুক কিংবা নদী থাকুক আর এসসিএসএসএ পর্চা ও খতিয়ানে উল্লেখ থাকলেই বেচাকেনা হবে। এতে রেজিস্ট্রি হবে।
অন্যদিকে কাগজে-কলমে রেকর্ডে জমি থাকলেও বাস্তবে গজারিয়া উপজেলার গোয়ালগাঁও এবং ডুবারচর গ্রামের ওই বিক্রিত সম্পত্তির অবস্থান মেঘনা নদীর পানির নিচে। যেখানে সারাবছরই পানি থাকে। আর ওই নদীতে ১০০ বছর যাবৎ বংশানুক্রমে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে শতাধিক পরিবার।
এ প্রসঙ্গে ফিরোজ আহমেদ বলেন, নদী দখলকারীদের কঠোরভাবে দমন করা হবে। ভূমি অফিস কীভাবে নদী কেনাবেচায় রেজিস্ট্রি করছে তার জবাব চাওয়া হবে।
[ad#co-1]
Leave a Reply